মন যেখানে হৃদয় সেখানে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মন যেখানে হৃদয় সেখানে
মন যেখানে হৃদয় সেখানে চলচ্চিত্রের পোস্টার
পরিচালকশাহীন সুমন
রচয়িতাআব্দুল্লাহ জহির বাবু
শ্রেষ্ঠাংশে
সুরকারইমন সাহা
শওকত আলী ইমন
আলাউদ্দিন আলী
মুক্তি২০০৭
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

মন যেখানে হৃদয় সেখানে হচ্ছে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী সামাজিক নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক জুটি শাহীন সুমন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস। পাশাপাশি নিরব, রত্না কবির সুইটি, ববিতা, অরুণা বিশ্বাসমিশা সওদাগর সহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এটি নিরবের এর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রের গল্প ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা কাল হো না হোর সাথে মিলে যায়।

অভিনয়[সম্পাদনা]

কুশলীব[সম্পাদনা]

প্রযুক্তি[সম্পাদনা]

সংগীত[সম্পাদনা]

মন যেখানে হৃদয় সেখানে চলচ্চিত্রের সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন, ইমন সাহাআলাউদ্দিন আলী

তথ্যসূত্র[সম্পাদনা]