ভয় থেকে স্বাধীনতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নরম্যান রকওয়েল কর্তৃক ১৯৪৩ সালে অঙ্কিত ভয় থেকে স্বাধীনতা

ভয় থেকে স্বাধীনতা মানবাধিকারের সার্বজনীন ঘোষণা অনুযায়ী একটি মৌলিক মানবাধিকার। ১৯৪১ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট তার স্টেট অব দ্য ইউনিয়নে একে "চার স্বাধীনতা"র একটি হিসেবে আখ্যায়িত করেন। এই বক্তৃতাকে "চার স্বাধীনতার ভাষণ" হিসেবে আখ্যায়িত করা হয়।[১]

উৎপত্তি[সম্পাদনা]

ভাষণে রাষ্ট্রপতি বলেন, "চতুর্থটি হল ভয় থেকে স্বাধীনতা। বৈশ্বিকভাবে বলতে গেলে এর অর্থ হচ্ছে বিশ্বব্যাপী যুদ্ধোপকরণ কমানো এমনভাবে যেন কোনো বিশ্বের যেকোনো প্রান্তেই কোনো রাষ্ট্র তার প্রতিবেশী রাষ্ট্রকে শারীরিকভাবে আঘাত করার মত অবস্থায় না থাকে।"[১]

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে মানবাধিকার সনদ বিনির্মিত হয়, তাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।[২] সনদের প্রস্তাবনায় ভয় থেকে স্বাধীনতা উল্লেখিত হয়েছিল।[৩]

ভূমিকা[সম্পাদনা]

১৯৪৩ সালে চিত্রশিল্পী নরম্যান রকওয়েল তারফোর ফ্রিডমস ধারাবাহিকে ফ্রিডম ফ্রম ফিয়ার অঙ্কন করেন।

বার্মিজ অং সান সু কির ১৯৯১ সালে প্রকাশিত ফ্রিডম ফ্রম ফিয়ার বইয়ে এই তত্ত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৯৯ সালে ইতিহাসবেত্তা ডেভিড এম. কেনেডি ফ্রিডম ফ্রম ফিয়ার: দ্য আমেরিকান পিপল ইন ডিপ্রেশন অ্যান্ড ওয়ার, ১৯৪২-১৯৪৫ নামে বই লেখেন।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Roosvelt, Franklin Delano (January 6, 1941) The Four Freedoms, American Rhetoric
  2. Alfredsson, Gudmundur & Asbjørn Eide (1999) The Universal UN Declaration of Human Rights: A Common Standard of Achievement, page 524, Martinus Nijhoff Publishers, আইএসবিএন ৯৭৮-৯০৪১১১১৬৮৫
  3. United Nations, Universal Declarations of Human Rights