ব্যবহারকারী আলাপ:RUPA DEYASI

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

 মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৬:১৩, ১৪ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার তৈরী মান্য ভাষা নিবন্ধের সঙ্গে অন্যান্য উইকির লিঙ্ক প্রদান করা হল এবং উইকিফাই করে আপনার আপত্তি অনুসারে অপসারণ প্রস্তাবনা সরানো হল। এছাড়া বিষয়শ্রেণী ও আরো পড়ুন অংশ তৈরী করা হল। কিন্তু এখনো এই নিবন্ধে মাত্র একটি বাক্যই রয়েছে। আসলে বাংলা উইকিতে আমরা কিন্তু দুই এক লাইনের নিবন্ধ তৈরী করাকে অনুৎসাহিত করে থাকি। আপনি যদি নিবন্ধটিকে পরিবর্ধন করে একে বিশ্বকোষীয় নিবন্ধে পরিণত করেন, তবে খুব ভালো হয়। আপনি ইংরেজী বা অন্যান্য ভাষার উইকি থেকে অনুবাদ করেও এই নিবন্ধটিকে তৈরী করতে পারেন, শুধু লেখাগুলি যাতে তথ্যসূত্র বা রেফারেন্স যুক্ত হয়, সেই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আপনার বাংলা উইকি সম্পাদনা শুভ হোক। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৩:২০, ১৭ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যা আমি ও ভাবতেছি এটা করার Abdullah562625 (আলাপ) ১৫:০২, ১১ নভেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ তৈরী প্রসঙ্গে[সম্পাদনা]

সুপ্রিয় রুপা দেশাই অনুগ্রহপূর্বক উইকিপিডিয়ার নীতিমালা মোতাবেক নিবন্ধ তৈরী করুন। আপনার নিজের বা ব্যক্তিগত নিবন্ধ তৈরী করা থেকে বিরুত থাকুন; কারণ এটি উইকির নীতিমালা বিরোধী। আপনার আলাপ পাতায় দেওয়া স্বাগত পাতাটি ভাল করে পড়ে নিন। এছাড়া সম্পাদনা পরীক্ষা নীরিক্ষা করার জন্য খেলাঘর ব্যবহার করুন। আশা করছি যে বিষয়টি আপনার বোধগম্য হয়েছে। ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায়।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৪:৩২, ২৪ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

 আমার মনে হয় আপনার এটা মেনে চলা উচিত