ব্যবহারকারী:Kawser Ahmed Nerob

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মানুষ

মানুষ একটা অদ্ভুত জীব এর নাম। বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে সৃষ্টিকর্তার হাজারো সৃষ্টির মাঝে বৈচিত্র সৃষ্টির নাম মানুষ। দুই নয়নে যাহা দেখি যত রঙ যত বৈচিত্র তার থেকে বেশি বৈচিত্র এই ক্ষুদ্র মনুষ্য জাতির। সৃষ্টিকর্তার তার গুনবান সৌন্দর্য মহীয়সী অপরূপ লীলার নিজ হস্তে এক রূপ দিয়েছেন মানুষ নামের এই অদ্ভুত তুচ্ছ জীব। মহান সৃষ্টিকর্তার হাজারো সৃষ্টি মধ্যে মানুষকে অন্যতম বলা হয় কারণ মানুষ তার বিবেক-বুদ্ধি আর ভালোবাসায় পরিপূর্ণ। বিশাল আকাশের যেমন উপরটা বর্ণময় সন্ধ্যার আকাশ তেমনি অন্ধকারাচ্ছন্ন। সর্বোত্তম ,সর্বচেষ্ঠ, উন্নত মস্তিষ্কের অধিকারী, বৈচিত্র্যময় সৌন্দর্যের অধিকারী হলেও মানুষের কর্ম তাকে নিজের জায়গাটা কে চিনিয়ে দেয়। মানুষের হৃদয়টা কোমলতায় পরিপূর্ণ হলেও কঠোরতার দিক দিয়েও কঠিন পাহাড় কেও হার মানায়। হিংসা, লোভ ,গীবত, অহংকার, সমালোচনা, মিথ্যা, আরো হাজারো ভয়ঙ্কর রূপ মানুষের মাঝে বিরাজ করে।

হয়তোবা খুব সহজেই কোন কিছু অর্জন করা সেটা হলো না কেন ধন সম্পদ, শিক্ষা, অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, বিশ্বাস, ভালোবাসা কিন্তু তা টিকিয়ে রাখার/ রক্ষা করা/স্থায়ীভাবে ধরে রাখতে অবশ্যই কষ্ট বা বেদনার সাগরে সাঁতার কাটতে জানতে হবে।