ব্যবহারকারী আলাপ:Ahmad Kanik

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ব্যবহারকারী:Ahmad Kanik থেকে পুনর্নির্দেশিত)

কোনো পরামর্শ, বিজ্ঞপ্তি দিতে বা আমার সম্পাদনা নিয়ে আপত্তি জানাতে বা আমার বটের (KanikBot এবং নভে২০২৩ থেকে অভ্যর্থনা কমিটি বট-এও যুক্ত) গন্ডগোল নিয়ে জানাতে বা কোনো প্রশ্ন করতে এই পাতায় বার্তা রাখতে পারেন। পূর্বের আলোচনা সংগ্রহশালায় পাওয়া যাবে।

অমীমাংসিত সম্পাদনা[সম্পাদনা]

উইকিপিডিয়া:নিরীক্ষক পাতায় আমার একটা সম্পাদনা অমীমাংসিত অবস্থায় রয়েছে। আপনি পর্যালোচনা করুন। Ahmed Reza Khan (আলাপ) ০৭:১১, ১৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Ahmed Reza Khan:  করা হয়েছেAKanik 💬 ১১:৪৫, ১৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

Article - নিবন্ধ[সম্পাদনা]

'Article' এর বাংলা অর্থ 'নিবন্ধ' এটা আমরা জানি। অনেক ব্যবহারকারী জানা না থাকার কারণে এটাকে 'নিবন্ধন' লেখেন! কিন্তু আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসককেও 'নিবন্ধন' লিখতে দেখি! উনি কোনো নতুন নিবন্ধ তৈরি করলে সারাংশে 'নতুন নিবন্ধন - ৩৬৫ উইকি দিবস' লেখেন! এটার কি কোনো বিশেষ কারণ আছে? Ahmed Reza Khan (আলাপ) ০৬:১৮, ২০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Ahmed Reza Khan: আমার জানা মতে 'নিবন্ধন' লেখার কোনো কারণ নেই। আর আসলেই থাকলে যিনি লেখেন, তিনিই ভাল বলতে পারবেন। — AKanik 💬 ০৮:৪৬, ২০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সংশোধনের বিশেষ নিবেদন[সম্পাদনা]

আমি সংশোধন করার সময় কিছু উৎসা দিচ্ছি যেগুলো খুবই ভ্যালুএবল নট মাই পার্সোনাল প্রোপার্টি। তাই দয়া করে কোন রিমুভ করবেন না Sujit5878 (আলাপ) ০৫:১৫, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Sujit5878: ভ্যালুএবল আপনার মতে। কিন্তু উইকিপিডিয়ায় গ্রহণযোগ্য নয়। তাই উইকিপিডিয়ার নিয়ম কানুন মেনে চলুন। বারবার স্প্যামিং করলে, ওয়েবসাইটটি কালোতালিকাভুক্ত করা হতে পারে। — AKanik 💬 ০৫:২১, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
উইকিপিডিয়ার নিয়ম কানুন কি 2409:4061:4EC2:58A1:78C7:3D07:32B7:C30B (আলাপ) ১২:৩২, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Sujit5878: en:WP:Spam। — AKanik 💬 ১৩:২৭, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সকপাপেট তদন্ত[সম্পাদনা]

উইকিপিডিয়ায় ইতোমধ্যে হওয়া সব সকপাপেট তদন্তের পাতা পড়েছি। সম্প্রতি দেখলাম R1F4T নামের একটা অ্যাকাউন্টকে অপূর্ব রায় নামে একজন সকপাপেট বলে অভিযোগ করেছেন শাকিল ভাইয়ের আলাপ পাতায়‌! এটা দেখে মনে পড়লো সকপাপেট তদন্ত সম্পর্কে অনেকদিন আগে কিছু প্রশ্ন এসেছিল আমার মাথায়। আপনাকে জিজ্ঞেস করবো করবো ভেবে ভুলে যাই। তাই ভাবলাম এখন জিজ্ঞেস করি। সকপাপেট তদন্তের ক্ষেত্রে ব্যবহারকারী পরীক্ষক কী কী মিল দেখার পর নিশ্চিত হন যে এটা সকপাপেট কি না? আইপি আর ডিভাইসের মিল পাওয়া গেলে? আরেকটা ব্যাপার, ধরুন একই বাড়ির দুই ভাই উইকিপিডিয়ায় সম্পাদনা করে, আর তাদের নামেরও মিল আছে, আবার একইরকম নিবন্ধে তারা সম্পাদনা করে; কিন্তু তারা অপব্যবহার করে না। তবে তাদের নামের মিল থাকায় একজন সন্দেহ করলেন যে এই ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করছেন এবং ব্যবহারকারী পরীক্ষককে তদন্ত করতে বললেন। যদিও তারা ভিন্ন ব্যক্তি, কিন্তু একই বাড়িতে থাকে বলে আইপি মিলে গেছে, আর তাদের নামেরও মিল আছে! এক্ষেত্রে ব্যবহারকারী পরীক্ষক কীভাবে সিদ্ধান্ত নেবেন? এই প্রশ্নটা অনেকদিন থেকে আমার মাথায় ঘুরছিল, আপনাকে জিজ্ঞেস করবো করবো ভেবে আর মনে থাকে না! সকপাপেট তদন্তের বিষয়গুলো দেখে আমার মনে হয় যে, তাহলে তো একই বাড়ির একাধিক লোক উইকিপিডিয়ায় সম্পাদনা করতে পারবে না, করলে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগ আসতে পারে, যেহেতু আইপির মিল থাকবে একই বাড়িতে থাকলে! Ahmed Reza Khan (আলাপ) ১৮:২৪, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@RiazACU ভাই, কনিক ভাই উইকিপিডিয়ায় আমার মেন্টর হওয়ায় প্রশ্নটি উনাকে করলাম। কিন্তু আমি আপনার কাছ থেকেও এই প্রশ্নটির উত্তর জানতে চাই, যেহেতু আপনি নিজে ব্যবহারকারী পরীক্ষক। Ahmed Reza Khan (আলাপ) ১৮:২৮, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Ahmed Reza Khan: সকপাপেট তদন্তের ক্ষেত্রে ব্যবহারকারী পরীক্ষক কী কী মিল দেখার পর নিশ্চিত হন যে এটা সকপাপেট কি না? কারিগরি মিল দেখে। সম্পূর্ণ জানিনা, তবে আইপি, ডিভাইস তো থাকবে। তবে বাধা দেয়ার সময় কারিগরি ও আচরণগত দুটোই বিবেচনায় নিতে পারেন। ধরুন একই বাড়ির দুই ভাই উইকিপিডিয়ায় সম্পাদনা করে, আর তাদের নামেরও মিল আছে, আবার একইরকম নিবন্ধে তারা সম্পাদনা করে; কিন্তু তারা অপব্যবহার করে না। ... এক্ষেত্রে ব্যবহারকারী পরীক্ষক কীভাবে সিদ্ধান্ত নেবেন? অপব্যবহার না করলে তো সমস্যা নেই। অভিযোগ আসলে কারণ ব্যাখ্যা করবেন। তবে অপব্যবহার হলে একজনই হোক বা একই বাড়ির কয়েকজন হোক, বাধাপ্রাপ্ত হতে পারেন। অপব্যবহারের মধ্যে রয়েছে, প্রশাসকসহ উচ্চতর অধিকারের আবেদন, নিবন্ধ অপসারণ প্রস্তাবনা ইত্যাদি বিভিন্ন আলোচনায় একই সাথে অংশগ্রহণ করে নিজেদের দিকে আনার চেষ্টা, একজনের অ্যাকাউন্ট দিয়ে অগঠনমূলক সম্পাদনা করে অন্যজনের অ্যাকাউন্ট দিয়ে বাতিল করে রোলব্যাক সংখ্যা বাড়ানো, সম্পাদনা যুদ্ধে ২৪ ঘন্টায় একটি অ্যাকাউন্ট থেকে তিনটি পূর্বাবস্থায় ফেরত এড়াতে দুজনের অ্যাকাউন্ট ব্যবহার করা, একজনের অ্যাকাউন্ট বাধাপ্রাপ্ত হবার পর অন্যজনের অ্যাকাউন্ট দিয়ে একই কাজ করা ইত্যাদি। যেমন ধরুন একজন একটি নিবন্ধ অপসারিত হলেও বারবার তৈরি করার কারণে বাধাপ্রাপ্ত হল, এর পর তার ভাইকে বলল একই নিবন্ধ তৈরি করতে। এরপর ভাইও সাথে সাথে বাধাপ্রাপ্ত হলে, আমরা একই ব্যক্তি নই বলেও লাভ হয় না। তাই সবচেয়ে ভাল হয়, পরিবারের অন্যকেউ থাকলে, একই নিবন্ধ, একই আলোচনায় অংশগ্রহণ না করা এবং ব্যবহারকারী পাতায় {{User shared IP address}} টেমপ্লেট ব্যবহার করে পূর্বেই উল্লেখ করে রাখা। — AKanik 💬 ১৯:১৬, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Ahmad Kanik, আচ্ছা। আমি একই বাড়ির, ভাই সংক্রান্ত প্রশ্ন করার কারণ হলো আমার ভাইয়েরও উইকিপিডিয়ায় একটা অ্যাকাউন্ট আছে। আর আমাদের নামেরও মিল আছে। তবে উনি বর্তমানে উইকিপিডিয়ায় সম্পাদনা করেন না। উনার সর্বশেষ সম্পাদনা সম্ভবত ৫-৬ মাস আগে ছিল। তবে উনি কোনো অপব্যবহার, ধ্বংসপ্রবণ সম্পাদনা করেননি। আমাদের নামের মিল থাকায় আমি উনাকে উইকিপিডিয়ায় বর্তমানে সম্পাদনা না করার জন্যও বলেছি, কারণ নামের মিল থাকায় কেউ ওটাকে আমার অ্যাকাউন্ট ভাবতে পারেন। তবে উনার সম্পাদনা আগ্রহ অন্যরকম, আমি যে নিবন্ধগুলোতে সম্পাদনা করি বা যে ধরনের সম্পাদনা করি, সেগুলোর সাথে উনার সম্পাদনার মিল নেই! আমি অনেক কথা ভেবে আমার নিরাপত্তার জন্য এখানে আমার ভাইয়ের অ্যাকাউন্টটির নাম বলছি না। তবে আমি রিয়াজ ভাইকে জিমেইলে জানাবো। Ahmed Reza Khan (আলাপ) ১৯:২৮, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
আহমদ কনিক ভাই ইতোমধ্যে বিস্তারিত বলেছেন। প্রয়োজনে উইকিপিডিয়া:ব্যবহারকারী পরীক্ষক পাতাটিও পড়ে দেখতে পারেন। রিয়াজ (আলাপ) ১৯:৫০, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]