উইকিপিডিয়া:অধিকারের আবেদন/রোলব্যাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Yahya (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:৫২, ১০ এপ্রিল ২০২৪ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎Tanvir 360: উত্তর)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

রোলব্যাক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


Tanvir 360

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি গত ২ বছর ধরে উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করে যাচ্ছি এবং সময়ের সাথে নিজের সম্পাদনার মান উন্নত ও গঠনমূলক করার সর্বাত্মক চেষ্টা করছি এবং ধ্বংসপ্রবণতা সম্পর্কে অবগত আছি। আমি উইকিপিডিয়ায় সম্পাদনার পাশাপাশি, ধ্বংসপ্রবণতা রোধে কাজ করে চলেছি। আমি প্রায়ই টুইংকল ব্যবহার করে ধ্বংসপ্রবণ সম্পাদনা বাতিল করে থাকি। তবে রোলব্যাকার অধিকারটি পেলে আমি আরও সহজভাবে এ কাজ করতে পারব। এছাড়া এটি পেলে আমি SWviewer এর মতো ধ্বংসপ্রবণতা রোধে সহায়ক টুলগুলো ব্যবহার করে সহজেই ধ্বংসপ্রবণ সম্পাদনা চিহ্নিত ও বাতিল করতে সক্ষম হবো। আমাকে এই অধিকারটি দেওয়া হলে আমি এটিকে যথাযথভাবে ব্যবহার করতে পারব বলে আশা করছি। ধন্যবাদ। তানভীর (আলাপঅবদান) ০৫:০২, ৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশ্ন: কোনো দীর্ঘমেয়াদী অপব্যবহারকারীর নতুন অ্যাকাউন্ট শনাক্ত করতে পারলে কী করবেন? Yahya (আলাপ) ০৫:২৫, ৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya আমি এর আগেও এই ধরনের দীর্ঘমেয়াদি অপব্যবহারকারীর নতুন একাউন্ট শনাক্ত করে তাদের ধ্বংসপ্রবণ সম্পাদনা বাতিল করেছি। যদি এই ধরনের কোনো বিষয় আমার চোখে পড়ে, তাহলে তার সকল ধ্বংসপ্রবণ সম্পাদনা বাতিল করব। সাধারণত এই ধরনের একাউন্ট সম্পাদনার কিছুক্ষণের মধ্যেই যেকোনো প্রশাসক কতৃক বাধাপ্রাপ্ত হয়। তবে প্রয়োজনে আমি কোনো প্রশাসকের সাথে যোগাযোগ করব। আপনার কোনো পরামর্শ আমাকে উপকৃত করবে, ধন্যবাদ। তানভীর (আলাপঅবদান) ০৫:৫৩, ১০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Tanvir 360 কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় আপনি প্রশাসকদের কাছে রিপোর্ট করেন নি। আপনি আবেদন করার আগ পর্যন্ত ১০৩ বার পূর্বাবস্থায় ফেরত বাটন ব্যবহার করেছেন, যাও কিছুটা কম। তারপরও টুইংকল দিয়ে করা পুনর্বহালগুলো ভালো মনে হওয়ায় আবেদনটি গ্রহণ করছি। কিছু বিষয় লক্ষ্য রাখবেন- কোনো অবস্থাতেই সম্পাদনা যুদ্ধে জড়ানো যাবে না, এতে তারা এটিকে 'গেম' হিসেবে নিয়ে এই কাজ আরও বড়িয়ে দেয়; দীর্ঘমেয়াদী অপব্যবহারকারীদের ব্যাপারে সাথে সাথে প্রশাসকদের ও SRG-তে রিপোর্ট করুন; কোনো প্রশাসক উইকিতে না থাকলেও এরকম জরুরী প্রয়োজনে অফ-উইকিতে (টেলিগ্রাম, আইআরসি, ডিসকর্ড, মেসেঞ্জার) যোগাযোগ করতে পারেন। Yahya (আলাপ) ০৭:৫২, ১০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]