বিষয়বস্তুতে চলুন

বাংলার গায়েন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলার গায়েন
ধরনটিভি শো
নির্মাতাআরটিভি,বেঙ্গল সিমেন্ট
উপস্থাপকশান্তা জাহান
উদ্বোধনী সঙ্গীত১১জুন ২০২০
মূল দেশবাংলাদেশ
মূল ভাষাবাংলা
মুক্তি
মূল নেটওয়ার্কআরটিভি
বহিঃসংযোগ
ওয়েবসাইট

বাংলার গায়েন হলো বাংলাদেশর বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা ভাষা আরটিভিতে প্রচারিত বেঙ্গল সিমেন্ট নিবেদিত রিয়েলিটি শো। [১][২] উপস্থাপনা করেছেন শান্তা জাহান[৩]

প্রতিযোগীদের যোগ্যতা[সম্পাদনা]

  • অংশগ্রহণকারী নারী ও পুরুষ প্রতিযোগীদের নুন্যতম বয়স হতে হবে ১৬ বছরের বেশি।
  • বিশ্বের যেকোন প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
  • লালন,হাসনরাজা,শাহ আব্দুল করিম ও অন্যান্য লোক সংগীত থেকে একটি গান খালি গলায় অথবা যেকোন একটি বাদ্য যন্ত্রেও সাহায্যে (এক্তারা/দোতরা/গিটার/হারমোনিয়াম)।
  • গান গেয়ে এবং মোবাইল ফোনে রেকর্ড করে পাঠাতে হবে।
  • রেজিস্ট্রেশনে কোন প্রকার ভুল তথ্য দেয়া যাবে না।

তথ্যসুত্র[সম্পাদনা]

  1. Pratidin, Bangladesh (২০২০-০৭-২১)। "বাংলার গায়েন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৩ 
  2. "বাংলার গায়েনে সেরা রাসেল মৃধা"SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৩ 
  3. "এবার গানের মডেল শান্তা জাহান"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৪