বাংলাদেশ শিপিং কর্পোরেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ শিপিং কর্পোরেশন
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সদরদপ্তর
গঠিত৫ ফেব্রুয়ারি ১৯৭২; ৫২ বছর আগে (1972-02-05)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ব্যবস্থাপনা পরিচালক
কমোডর মো. জিয়াউল হক
ওয়েবসাইটbsc.gov.bd

বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন, একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এটি বেশ কয়েকটি জাহাজ এবং তেল ট্যাঙ্কারের মালিক এবং অন্যান্য পরিচালকদের কাছে সমুদ্রগামী জাহাজও ভাড়া দেয়। জাহাজগুলি তৈরি পোশাক এবং অন্যান্য রফতানি সামগ্রী বহন করতে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত তেল আমদানিতে ব্যবহৃত হয়।

ইতিহাস[সম্পাদনা]

শিপিং কর্পোরেশনটি বাংলাদেশের স্বাধীনতার ঠিক পরে ১৯৭২ সালের ৫ ই ফেব্রুয়ারি দশ নম্বর রাষ্ট্রপতি আদেশের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল।[১][২] এটি ১৯৭৪ সালে তার প্রথম জাহাজটি কিনেছিল। জাহাজটির নামকরণ হয়েছিল বাংলার দূত (বাংলার রাষ্ট্রদূত)। ২০০১ হিসাবে, কর্পোরেশনটির ১৩ টি জাহাজের মালিকানা ছিল, যার মধ্যে দুটি তেলের ট্যাঙ্কার।[১]

সদরদপ্তর[সম্পাদনা]

সংস্থাটির প্রধান সদরদপ্তর বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত।[১] ঢাকাখুলনা দু'জায়গাতেই শাখা অফিস রয়েছে। এটি একটি আধা স্বায়ত্তশাসিত সংস্থা হলেও বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রী কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কর্পোরেশন চট্টগ্রামে নিজস্ব আধুনিক সামুদ্রিক কর্মশালাও পরিচালনা করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. খন্দকার আক্তার হোসেন (২০১২)। "বাংলাদেশ শিপিং কর্পোরেশন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. History of Bangladesh Shipping Corporation ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ মার্চ ২০০৯ তারিখে.

বহিঃসংযোগ[সম্পাদনা]