বাংলাদেশ উশু ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ উশু ফেডারেশন
বাংলাদেশ উশু ফেডারেশনের লোগো
গঠিত২০০৭
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটবাংলাদেশ উশু ফেডারেশন

বাংলাদেশ উশু ফেডারেশন বাংলাদেশে উশুর জাতীয় ফেডারেশন। এটি বাংলাদেশে উশু খেলা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য দায়বদ্ধ। সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি।[১]

ইতিহাস[সম্পাদনা]

বাংলাদেশ উশু ফেডারেশন ২০০৭ সালে বাংলাদেশ উশু সমিতি নামে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৮ সালে, বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের নাম পরিবর্তন করে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাংলাদেশ উশু ফেডারেশনে নামকরণ করা হয়েছিল। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Executive Committee"wushubd.com (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২০ 
  2. "About us"wushubd.com (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২০