ফাহাদ উসমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাহাদ জাফর
ক্রিকেট তথ্য
ব্যাটিংয়ের ধরনবাম-হাতি
বোলিংয়ের ধরনলেগব্রেক
উৎস: CricInfo

ফাহাদ জাফর (জন্ম ২ সেপ্টেম্বর, ১৯৭৬ করাচি, সিন্ধু, পাকিস্তানে) একজন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার। ১৯৯৫-৯৬ মৌসুমে তিনি পাকিস্তানের জাতীয় অনূর্ধ্ব -১৯ ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন।[১] ফাহাদ উসমান সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানোর আগে ১৯৯৭–৯৮ সালে করাচি হোয়াইটসের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। পরে তিনি ২০০৪ সালে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে সংযুক্ত আরব আমিরাতের হয়ে একটি খেলা এবং ২০০৫ সালের সংস্করণে এই প্রতিযোগিতার দুটি গেম খেলার পাশাপাশি প্রথম শ্রেণির ক্যারিয়ার চালিয়ে যান। তিনি দুটি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০০৪ এশিয়া কাপে। ১৯৯৪ সালে আইসিসি সিক্স-নেশনস চ্যালেঞ্জ এবং ২০০৫ আইসিসি ট্রফিতে তিনি তার আশ্রিত দেশের হয়ে অংশ নিয়েছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]