ফাতিহ মসজিদ, দুররেস

স্থানাঙ্ক: ৪১°১৮′৪০″ উত্তর ১৯°২৬′৪৫″ পূর্ব / ৪১.৩১১১১° উত্তর ১৯.৪৪৫৮৩° পূর্ব / 41.31111; 19.44583
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাতিহ মসজিদ
স্থানীয় নাম
আলবেনীয়: Xhamia e Fatihut
দুররেসের ফাতিহ মসজিদ (ছোট মসজিদ)
নির্মিত১৫০২

ফাতিহ মসজিদ (আলবেনীয়: Xhamia e Fatihut}} বা জামিয়া ই ফাতিহুত) হচ্ছে আলবেনিয়ার একটি ঐতিহাসিক মসজিদ। এটি দুররেসের ছোট মসজিদ নামেও পরিচিত। উসমানী শাসনামলে ১৫০২ সালে এই মসজিদটি নির্মিত হয়। উসমানীয় তুর্কি সুলতান মেহমেদ ফাতিহ-এর নামানুসারে এই মসজিদের নামকরণ করা হয়।

আলবেনীয় স্বৈরশাসক এনভার হোক্সার অধীনে তৎকালীন কমিউনিস্ট সরকার মসজিদটি বন্ধ করে দেয়। একই সাথে তারা মসজিদের মিনারটিও ভেঙ্গে দেয়। কমিউনিস্ট সরকার ১৯৭৩ সালে একে আলবেনিয়ার একটি সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ ঘোষণা করে। [১] কমিউনিস্ট স্বৈরশাসনের অবসান ঘটার পর এর মিনারটি সাদামাটা ভাবে পুনর্নির্মাণ করে মসজিদটি পুনরায় চালু করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Religious buildings with the "Culture Monument" status"। Republic of Albania National Committee for Cult। জুলাই ৬, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৮, ২০১০