প্লুতার্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেস্ত্রিউস লুসিয়াস প্লুতার্ক
চেরোনির একটা আধুনিক ভাষ্কর্য, যা ডেল্ফির আবক্ষ মুর্তির উপর ভিত্তি করে বানানো এবং প্লুতার্ক হিসাবে চিহ্নিত করা হয়েছে।
চেরোনির একটা আধুনিক ভাষ্কর্য, যা ডেল্ফির আবক্ষ মুর্তির উপর ভিত্তি করে বানানো এবং প্লুতার্ক হিসাবে চিহ্নিত করা হয়েছে।
জন্মআনুমানিক ৪৬ খ্রিস্টাব্দ
চেরোনি, বিওশিয়াতে
মৃত্যুআনুমানিক ১২০ খ্রিস্টাব্দ (বয়স ৭৩-৭৪ বছর)
ডেল্ফী, ফোকিস
পেশাজীবনীকার, প্রবন্ধকার, দার্শনিক, যাজক, রাষ্ট্রদূত, হাকিম
বিষয়জীবনী, বিভিন্ন
সাহিত্য আন্দোলনমধ্য প্লাটোনিজম,
হেলেনিস্টিক সাহিত্য
Alt text
মেস্ত্রিউস প্লুতার্ক

প্লুতার্ক (আনু. ৪৬ - ১২০)[১] ছিলেন গ্রিক ইতিহাসবিদ, জীবনীকার ও প্রাবন্ধিক। পরবর্তীতে রোমান নাগরিকত্ব লাভের পর তিনি মেস্ত্রিউস লুসিয়াস প্লুতার্ক নামে পরিচিতি লাভ করেন। তিনি প্যারালাল লাইভসমোরালিয়া রচনার জন্য প্রসিদ্ধ।[২] প্লুতার্কের প্রাপ্ত সকল রচনায় গ্রিক ভাষায় রচিত, তবে তা গ্রিক ও লাতিন দুই ভাষাভাষীর জন্যই রচিত হয়েছিল।[৩]

প্লুতার্ক ৪৬ খ্রিষ্টাব্দে বিওশিয়াতে এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। খুব সম্ভবত সময়টা ছিল রোমান সম্রাট ক্লডিয়াসের সময়। প্লুতার্কের পিতার নাম পাওয়া যায়নি। তবে একই নামের বারবার পরবর্তী প্রজন্মে ব্যবহারের গ্রিক রীতি অনুসারে ধারণা করা হয় তার পিতার নাম নিকারচাস। তার পিতামহের নাম লাম্প্রিয়াস। তিনি মোরালিয়া[৪] ও তার নিজের লাইফ অব এন্টনি বইয়ে স্বাক্ষর করেন।


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Lamberton, Robert. Plutarch. New Haven: Yale University Press, 2001. [পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
  2. "Plutarch". Oxford Dictionary of Philosophy.
  3. স্ট্যাডস্টার, ফিলিপ এ. (২০১৫)। Plutarch and His Roman Readers (ইংরেজি ভাষায়)। অক্সফোর্ড: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ৩৯৪। আইএসবিএন 9780198718338। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৮ 
  4. ymposiacs, Book IX, questions II & III

বহিঃসংযোগ[সম্পাদনা]