পূর্ব রেল বিভাগীয় স্টেডিয়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পূর্ব রেল বিভাগীয় স্টেডিয়াম
লোকো স্টেডিয়াম
পূর্ণ নামপূর্ব রেল বিভাগীয় স্টেডিয়াম
অবস্থানআসানসোল, পশ্চিমবঙ্গ
মালিকপূর্ব রেল
পরিচালকপূর্ব রেল
ধারণক্ষমতা৫,০০০
নির্মাণ
কপর্দকহীন মাঠ১৯৮২
উদ্বোধন১৯৮২
ওয়েবসাইট
ক্রিকইনফো

পূর্ব রেল বিভাগীয় স্টেডিয়াম বা লোকো স্টেডিয়াম হল পশ্চিমবঙ্গের আসানসোল শহরে অবস্থিত একটি বিবিধ ক্রীড়া স্টেডিয়াম। এই মাঠটি প্রধানত ব্যবহৃত হয় ফুটবল, ক্রিকেট ও অন্যান্য খেলাধূলার জন্য। এই স্টেডিয়ামে রঞ্জি ট্রফির একটি ম্যাচ আয়োজিত হয়েছিল[১] - ১৯৮২ সালে বাংলা ক্রিকেট দলের বিরুদ্ধে ওড়িশা ক্রিকেট দলের ম্যাচটি। কিন্তু তারপর থেকে এখানে আর কখনও প্রথম-শ্রেণির ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়নি।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]