নৈশ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নৈশ বিদ্যালয় বা নাইট স্কুল হল এমন ধরনের বিদ্যালয় যেখানে সন্ধ্যায় বা রাতে ক্লাস করানো হয়। যারা দিনের বেলা কাজ করে তাদের জন্য বা প্রাপ্তবয়স্কদের জন্য এই স্কুল পরিচালনা করা হয়। এটি এক ধরনের কমিউনিটি স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়। যারা নৈশ বিদ্যালয় থেকে পাশ করেন তারা স্নাতক এর জন্য ভর্তি হতে পারেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Shorter Oxford English dictionary on historical principles। Stevenson, Angus., Brown, Lesley. (৬ষ্ঠ সংস্করণ)। Oxford: Oxford University Press। ২০০৭। আইএসবিএন 978-0-19-920687-2ওসিএলসি 170973920। ১১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]