নীলম কোঠারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নীলম কোঠারি সোনি
২০১২ সালে কোঠারি
জন্ম
নীলম কোঠারি

(1969-11-09) ৯ নভেম্বর ১৯৬৯ (বয়স ৫৪)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
গয়না ডিজাইনার
কর্মজীবন১৯৮৪–২০০১
২০২০–বর্তমান
দাম্পত্য সঙ্গীঋষি শেঠি (বি. ২০০০)
সামির সোনি (বি. ২০১১)
সন্তান

নীলম কোঠারি সোনি (জন্ম: ৯ নভেম্বর ১৯৬৯) হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং মুম্বাইয়ের গয়না ডিজাইনার, তিনি নীলম নামে অধিক পরিচিত। করণ শাহের বিপরীতে জাওয়ানি (১৯৮৪) সিনেমাতে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় অভিনয় জগতে অভিষেক হয়। নীলম এরপরে লাভ (১৯৮৬), ইলজাম(১৯৮৬), সিন্দুর (১৯৮৬), খুদগার্জ (১৯৮৭), হাতিয়া(১৯৮৮), ফরজ কি জং (১৯৮৯), তাকতওয়ার (১৯৮৯) এবং দো কাইদি (১৯৮৯) ছবিতে গোবিন্দের বিপরীতে অভিনয় করেছেন। তিনি চাঙ্কি পান্ডের বিপরীতে আগ হি আগ (১৯৮৭),পাপ কি দুনিয়া (১৯৮৮), খাতরন কে খিলাড়ি (১৯৮৮), বিল্লু বাদশা (১৯৮৯), ঘর কা চিরাগ (১৯৮৯), এবং মিট্টি অর সোনা (১৯৮৯) চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

নীলম কোঠারি সোনির জন্ম হংকং এ তিনি একজন গুজরাটি পিতা শিশির কোঠারি একজন ভারতীয় এবং মা পারভীন কোঠারি একজন ইরানী তাদের ঘরে ৯ নভেম্বর, ১৯৬৯ সালে তিনি জন্ম গ্রহণ করেন।[১][২][৩][৪] ছোটবেলায়, তিনি কীবোর্ড বাজানো শিখেছিলেন এবং জ্যাজ ব্যালে নাচতেন। তার পরিবারের একটি ঐতিহ্যবাহী গয়না তৈরির ব্যবসা রয়েছে। তিনি দ্বীপ স্কুল থেকে শিক্ষা জীবন আরম্ভ করেন, যেখানে তিনি রাদারফোর্ড হাউসের একজন সদস্য ছিলেন। নীলম যখন মুম্বাইতে ছুটি কাটাচ্ছিলেন তখন পরিচালক রমেশ বহল তার সাথে যোগাযোগ করেন।[৫] তিনি অভিনয়ের জন্য একটি শট দেওয়ার সিদ্ধান্ত নেন এবং টিনা মুনিম-এর ভাগ্নে করণ শাহের সাথে জাওয়ানি(১৯৮৪) সিনেমাতে প্রথমে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।[৬]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

২০০০ সালের অক্টোবরে, নীলম যুক্তরাজ্য[৭] -এর একজন ধর্নাড্য ব্যবসায়ীর ছেলে ঋষি সেথিয়াকে বিয়ে করেন কিন্তু শীঘ্রই তাদের সে বিবাহের বিচ্ছেদ হয়ে যায়।[৮] এরপর তিনি অভিনেতা সমীর সোনি[৯] এর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ২০১১ সালে তারা বিবাহ বন্ধণে আবদ্ধ হন। [১০]২০১৩ সালে তারা একটি কন্যা সন্তান দত্তক নেন এবং তার নাম রাখেন অহনা।[১১]

১৯৯৮ সালে, সহ-অভিনেতা সালমান খান, সাইফ আলী খান, সোনালী বেন্দ্রে, টাবু সহ "হাম সাথ সাথ হ্যায়" ছবির শুটিং চলাকালীন কাঙ্কানিতে দুটি কৃষ্ণসার শিকারের জন্য নীলমকেও ভারতীয় বন্যপ্রাণী আইন ধারা আইপিসি-তে অভিযুক্ত করা হয়। ৫ এপ্রিল ২০১৮-তে যোধপুরের সিজেএম আদালত তাকে খালাস প্রদান করেন এবং তিনি জামিন থেকে অব্যহতি পান ।[১২]

কর্মজীবন[সম্পাদনা]

যদিও বাণিজ্যিকভাবে তার অভিনীত ছবি খুব বেশি হিট হয়নি, তবুও নীলমের পারফরম্যান্স তার প্রথম চলচ্চিত্র সবার নজরে পড়ে এবং তিনি অভিনয়ের জন্য অনেক ছবিতে অফার পান। তিনি "ইলজাম" (১৯৮৬) এ গোবিন্দ এর বিপরীতে অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি গোবিন্দের সাথে খুব একটা জনপ্রিয় জুটি বেধে ছিলেন এবং তারা একে একে ১৪টি চলচ্চিত্রে একসাথে অভিনয় করেছিলেন। তাদের মধ্যে যেগুলো অধিক হিট হয় সেগুলো হলোঃ লাভ (১৯৮৬), খুদগার্জ (১৯৮৭), হাত্যা (১৯৮৮) এবং তাকতওয়ার (১৯৮৯)। তিনি চাঙ্কি পান্ডে - আগ হি আগ (১৯৮৭), পাপ কি দুনিয়া (১৯৮৮), খতরোঁ কে খিলাড়ি(১৯৮৮), মিট্টি অর সোনা(১৯৮৯) এবং ঘর কা চিরাগ(১৯৮৯), আটটি ছবির মধ্যে তিনি তার সাথে অভিনয় করেছেন অন্য তিনটি ছিল জখম (১৯৮৯ চলচ্চিত্র), খুলে-আম এবং একটি বাংলা চলচ্চিত্র মন্দিরা । তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সাথে বাংলা চলচ্চিত্র বদনাম (১৯৯০) এও কাজ করেছেন।

নীলম জনপ্রিয় সিনেমা কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) তেও অভিনয় করেছেন যেখানে তিনি একজন ভিজেব্যক্তিত্ব হিসেবে এবং পারিবারিক নাট্য চলচ্চিত্র হাম সাথ (১৯৯৯) -এ একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেন। তার শেষ চলচ্চিত্রটি ছিল চাঙ্কি পান্ডে এর বিপরীতে বহু-বিলম্বিত কসম (২০০১)[১৩]

২০২০-২২ সালে তিনি "মাহিপ কাপুর", "ভাবনা পান্ডে" এবং "সীমা সাজদেহ" এর সাথে রিয়েলিটি টেলিভিশন সিরিজ "ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস" এর ২ সিজনে উপস্থিত ছিলেন যা নেটফ্লিক্স এ স্ট্রিম হয়েছে।[১৪][১৫]

জুয়েলারি ব্যবসায়[সম্পাদনা]

নীলম যখন অভিনয় জগতে মনোনিবেশ করেছিলেন ঠিক তখনি একই সাথে তিনি গহনা ডিজাইনিং এর প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং তাদের পারিবারিক গহনা ব্যবসায়ের সাথে যুক্ত হন। তিনি মুম্বাইতে [১৬] গহনা ডিজাইন বিষয়ক প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন এবং ২০০১ সালের সাময়িক সময়ের জন্য তিনি অভিনয় জগত থেকে নিজেকে আড়াল করে রাখেন এবং তিনি বানিজ্যিকভাবে গহনা ব্যবসায়ে অধিক মনোনিবেশ করেন । ২০০৪ সালে, মুম্বাইতে তিনি একটি গহনার শো রূম চালু করেন ।[১৭] তারপর তিনি ২০১১ সালের ২৫ আগস্ট, নীলম কোঠারি ফাইন জুয়েলারি নামে একটি গহনা বিক্রির দোকান চালু করেন ।

অন্য কাজ[সম্পাদনা]

নীলম বিনা মিস্ত্রীর "হট হট হট" মিউজিক ভিডিওতে [১৮] অভিনয় করেছিলেন, যেটি একটি গান ছিলো যা ১৯৯৫ সালের বিএমজি রিলিজে নাচের হিটগুলির একটি সংকলনের অংশ, যার শিরোনাম "চ্যানেল [ভি] হিটস: দ্য আলটিমেট ডান্স" কালেকশন' ' গানটি হিট হয়ে ওঠে যখন এটি "বেন্ড ইট লাইক বেকহ্যাম" (২০০২) এর সাউন্ডট্র্যাকের অংশ হিসেবে প্রদর্শিত হয়।

সিনেমা জগত[সম্পাদনা]

অভিনয়[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
১৯৮৪ জাওয়ানি সানাম
১৯৮৬ ইলজাম আরতি
আন্দাজ পেয়ার কা
লাভ ৮৬ ইশা
১৯৮৭ আগ হাই আগ আরতি
খুদগার্জ জ্যোতি
সিন্দুর (১৯৮৭) ললিতা কাপুর
১৯৮৮ তাকতওয়ার বিজলি
হাতিয়া স্বপ্না
ওয়াক্ত কি আওয়াজ ড্যান্সার, গায়িকা
ঘর মে রাম গালি মে শ্যাম জয়া
খাতরন কে খিলাড়ি (১৯৮৮) সুনিতা
পাপ কি দুনিয়া আরতি
১৯৮৯ ঘরনা ললিতা
কায়দি কর নিলু
ঘর কা চিরাগ কিরণ
হাম ভি ইনসান হ্যায় (১৯৮৯) রেখা
মিত্তি অর সোনা অনুপমা
১৯৯০ বিষ্ণু দেবা
মন্দিরা বাঙলা চলচ্চিত্র
বদনাম কাজল বাঙলা চলচ্চিত্র
শঙ্করা(১৯৯১) সিমা
দুধ কা কার্জ রেশমা
উপকার ধুধাছে রেশমা মারাঠী চলচ্চিত্র
চোর পে মোর ঋতু
আমিরি গরিবি জ্যোতি
অগ্নিপাত (১৯৯০) সিক্শা চাভন
জখম(১৯৮৯) আরতি
বিল্লু বাদশা জ্যোতি
ফারজ কি জং কবিতা
দোস্ত গরিব কা রেখা
১৯৯১ কসাক (১৯৯২) দিব্যা
মিট মেরে মন কে
রণভূমি নীলম
ইন্দ্রজিৎ নীলম
আফসানা পেয়ার কা নিকিতা
১৯৯২ এক লাড়কা এক লাড়কি রেনু / রানি
খুলে-আম প্রিয়া
সাহেবজাদি সিনার
লাট সাব অনজু / মুনা
১৯৯৩ পরম্পরা (১৯৯৩) স্বপ্না
১৯৯৫ সন্তান আশা
অন্তিম ন্যায় রেখা
১৯৯৬ এক থা রাজা শিল্পা
সওদা জ্যোতি
অদ্বিতীয়া কন্নড় ছবি
১৯৯৭ মহব্বত অর জং প্রিয়া
১৯৯৮ কুচ কুচ হোতা হ্যায় ভিজি নীলম বিশেষ চরিত্র
১৯৯৯ হাম সাথ-সাথী হায় স্ংগীতা
২০০০ পাথর আউর পায়েল
২০০১ কসম (২০০১) বিন্দিয়া


টেলিভিশন[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা
২০২০–বর্তমান বলিউডের স্ত্রীদের অসাধারণ জীবন নিজেই
২০২৩ স্বর্গ থেকে তৈরি (টিভি সিরিজ) কৃতি মালহোত্রা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Neelam Interview 1987"YouTube-এর মাধ্যমে। 
  2. "This Fabulous Mother of Throwbacks, Shared by Neelam Kothari" 
  3. "Neelam Kothari's father passes away: 'You were my guiding light, my strength'"। ১৪ নভেম্বর ২০২১। 
  4. Tahseen, Ismat (১০ জানুয়ারি ২০১১)। "Neelam Kothari and Samir Soni get candid about their upcoming wedding"DNA India 
  5. "NRI beauties making it big in Bollywood"window2india.com। ১৮ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০০৮ 
  6. "Screen the Business of Entertainment-Films-Cover Story"। ২২ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১০ 
  7. Vetticad, Anna M M (৬ নভেম্বর ২০০০)। "Actor Neelam Kothari and beau Rishi Sethia get married in Bangkok"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৮ 
  8. "Neelam Kothari splits with beau"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ৬ নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৮ 
  9. Khera, Japleen (২৬ নভেম্বর ২০২০)। "Neelam Kothari and Samir Soni: Marriage, Family, Kids, How Did They Meet?"The Cinemaholic (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২১ 
  10. "Samir Soni weds Neelam"Rediff। ২৪ জানুয়ারি ২০১১। 
  11. Maheshwri, Neha (২ সেপ্টেম্বর ২০১৩)। "Neelam and Samir Soni adopt a baby girl"The Times of India। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৬ 
  12. "Blackbuck case: Jodhpur HC adjourns hearing against Saif, Sonali, Tabu, Neelam after issuing fresh notice in May"The Economic Times 
  13. "We had loads to sort out before marriage: Neelam"The Times of India 
  14. "Fabulous Lives of Bollywood Wives review: All bark no bite, this desi Netflix show fails to get even trash TV right"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২৮ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২১ 
  15. Bureau, ABP News (৩ মার্চ ২০২১)। "'Fabulous Lives of Bollywood Wives' To Return With Second Season On Netflix, Fans Wish To See SRK-Gauri Again On Show"ABP Live (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২১ 
  16. "Top 15 Jewellery Designers In India You Must Know"Jewellery Craze (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৭। ১০ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮ 
  17. "Spotlight - Neelam Jewels"verveonline.com। ১ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  18. Pal, Dharam (৯ জানুয়ারি ১৯৯৯)। "On path to super success"The Tribune। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]