নীরদচন্দ্র চৌধুরীর গ্রন্থাবলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নীরদচন্দ্র চৌধুরীর গ্রন্থাবলি বলতে বোঝায় সাহিত্যিক, দার্শনিক ও চিন্তক নীরদচন্দ্র চৌধুরী কর্তৃক রচিত গ্রন্থসমূহের তালিকা। তিনি ইংরেজিবাংলা উভয় ভাষায়ই লিখেছেন। নিম্নউল্লিখিত গ্রন্থগুলো ছাড়াও তার কিছু অপ্রকাশিত, বিশেষ করে অগ্রন্থিত রচনা রয়ে গেছে। এগুলো বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলেও অদ্যাবধি গ্রন্থাকারে প্রকাশিত হয় নি। নিম্নউল্লিখিত গ্রন্থগুলোর প্রথম সংস্করণ বেশীরভাগ লন্ডন ও ভারত থেকে প্রকাশিত। কেবল নীরদচন্দ্র চৌধুরীর বাংলা প্রবন্ধ গ্রন্থটি ঢাকা থেকে প্রকাশিত। ইংরেজিতে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১১; বাংলায় ৫।, এছাড়া বিভিন্ন প্রবন্ধ-নিবন্ধ সংকলন হিসেবে প্রকাশিত হয়েছে।

পুস্তকাদির বিবরণ
ক্রমিক নং পুস্তকের নাম ভাষা প্রকাশকাল, স্থল
১। দ্য অটোবায়োগ্রাফী অব অ্যান আননোন ইন্ডিয়ান (The Autobiography of an Unknown Indian) ইংরেজি ১৯৫১ (লন্ডন), ১৯৬৪(বোম্বে)
২। আ প্যাসেজ টু ইংল্যাণ্ড (A Passage to England) ইংরেজি ১৯৫৯ (লন্ডন), ১৯৬০ (নিউ ইয়র্ক)
৩। দ্য কন্টিন্যান্ট অব সার্স (The Continent of Circe) ইংরেজি ১৯৬৫ (লন্ডন), ১৯৬৬ (নিউ ইয়র্ক), ১৯৬৬ (বোম্বে)
৪। দ্য ইনটেলেকচুয়ালস ইন ইন্ডিয়া (The Intellectuals of India) ইংরেজি ১৯৬৭ (নয়া দিল্লী)
৫। টু লিভ অর নট টু লিভ (To Live or Not to Live) ইংরেজি ১৯৭১(নয়া দিল্লী)
৬। দ্য স্কলার এক্সট্রাঅর্ডিনারী: দ্য লাইফ অব প্রফেসর দ্য রাইট অনারেবল ফ্রেডরিক ম্যাক্স মুলার, পি.সি. (Scholar Extraordinary - The Life of F. Max Muller) ইংরেজি ১৯৭৪ (লন্ডন)
৭। ক্লাইভ অব ইন্ডিয়া (Clive of India) ইংরেজি ১৯৭৫ (লন্ডন)
৮। কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ (Culture in the Vanity) ইংরেজি ১৯৭৬
৯। হিন্দুইজম: আ রিলিজিয়ন টু লিভ বাই (Hinduism) ইংরেজি ১৯৭৯ (লন্ডন),
১০। দাই হ্যান্ড, গ্রেট আনার্ক!(Thy hand, Great Anarch) ইংরেজি ১৯৮৭ (লন্ডন):আনন্দ পুরস্কার প্রাপ্ত গ্রন্থ
১১। থ্রী হর্সম্যান অব দ্য নিউ এপোক্যালিপস্ (The Horseman of the New Apocalypse) ইংরেজি (সর্বশেষ ইংরেজি গ্রন্থ) ১৯৯৭
১২। দ্য ইস্ট ইজ ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইজ ওয়েস্ট (The East is East and West is West) ইংরেজি (অপ্রকাশিত রচনাসমগ্র)
১৩। ফ্রম দ্য আর্কাইভস্ অব এ সেন্টেনারিয়ান (From the Archives of a Centenarian) ইংরেজি (অপ্রকাশিত রচনাসমগ্র)
১৪। হোয়াই আই মোর্ন ফর ইংল্যাণ্ড (Why I Mourn For England) ইংরেজি (অপ্রকাশিত রচনাসমগ্র)
১৫। বাঙালি জীবনে রমণী বাংলা (বাংলায় লিখিত প্রথম বই) ১৯৬৮
১৬। আত্মঘাতী বাঙালি বাংলা ১৯৮৮
১৭। আত্মঘাতী রবীন্দ্রনাথ বাংলা (দুই খণ্ড)
১৮। আমার দেবোত্তর সম্পত্তি বাংলা
১৯। নির্বাচিত প্রবন্ধ বাংলা
২০। নীরদচন্দ্র চৌধুরীর বাংলা প্রবন্ধ বাংলা ১৯৯৯ (ঢাকা, বাংলাদেশ)
২১। আজি হতে শতবর্ষ আগে বাংলা (আত্মজীবনী)
২২। আমার দেশ আমার শতক বাংলা

তথ্যসূত্র[সম্পাদনা]

  • নীরদচন্দ্র চৌধুরীর বাংলা প্রবন্ধ, সম্পাদনা : ফয়জুল লতিফ চৌধুরী, সময় প্রকাশন, ঢাকা, ১৯৯৯।
  • বাঙালি জীবনে রমণী, নীরদচন্দ্র চৌধুরী,ষোড়শ মুদ্রণ জৈষ্ঠ ১৪১২, মিত্র এন্ড ঘোষ পাবলিশার্স প্রা: লি:, কলকাতা।

বহি:সংযোগ[সম্পাদনা]