নয়া দৌর (১৯৭৮-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নয়া দৌর
চলচ্চিত্রের পোস্টার
হিন্দি: नया दौर
পরিচালকমহেশ ভাট
প্রযোজকসুদেশ গুপ্ত
রচয়িতাঅর্জুন দেব রাশ্‌ক (সংলাপ)
কাহিনিকাররাকেশ কুমার
শ্রেষ্ঠাংশে
সুরকাররাহুল দেব বর্মণ
চিত্রগ্রাহকপ্রবীণ ভাট
সম্পাদকওয়ামান ভোঁসলে
গুরু দত্ত
মুক্তি
  • ৬ জানুয়ারি ১৯৭৮ (1978-01-06)
দেশভারত
ভাষাহিন্দি

নয়া দৌর (হিন্দি: नया दौर, আক্ষ.'নতুন যুগ') মহেশ ভাট পরিচালিত ১৯৭৮ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র।[১] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ঋষি কাপুর, ভাবনা ভাট, ড্যানি ডেনজংপা, ফরিদা জালাল, রঞ্জিত, মদন পুরিওম প্রকাশ। চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেছেন রাহুল দেব বর্মণ। চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়।[২]

অভিনয়শিল্পীদল[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

নয়া দৌর চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন রাহুল দেব বর্মণ এবং গানের গীত লিখেছেন আনন্দ বকশী। এই চলচ্চিত্রের অভিনেতা ড্যানি ডেনজংপা "মুঝে দোস্তোঁ তুম গলে সে লাগা লো" গানে মোহাম্মদ রফির সাথে এবং "পানি কে বদলে মেঁ পিকার শরাব" গানে কিশোর কুমারের সাথে কণ্ঠ দেন।[৩]

গানের তালিকা
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."মুঝে দোস্তোঁ তুম গলে সে লাগা লো"আশা ভোসলে, মোহাম্মদ রফি, ড্যানি ডেনজংপা 
২."চলো কাহিঁ অউর চলতে হ্যাঁয়"আশা ভোসলে, কিশোর কুমার 
৩."পানি কে বদলে মেঁ পিকার শরাব"কিশোর কুমার, ড্যানি ডেনজংপা 
৪."প্যায়সেওয়ালো, বড়ে ইনসানো"কিশোর কুমার 

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রামনাথ, নন্দিনী (৯ জুন ২০১৫)। "Psst! Bollywood director Mahesh Bhatt has yet another confession to make"ডন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩ 
  2. কান্ডপাল, কথিকা (৭ নভেম্বর ২০১২)। "Mahesh Bhatt: I'm 63 and blazing like a volcano"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩ 
  3. ঝা, সুভাষ কে. (২৫ ফেব্রুয়ারি ২০২৩)। "When Danny Denzongpa sang for Johnny Walker"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]