নয়াগড় রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নয়াগড় রাজ্য
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
আঃ ১৫০০–১৯৪৮

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত নয়াগড় রাজ্যের মানচিত্র
আয়তন 
• ১৯৩১
১,৫২৮ বর্গকিলোমিটার (৫৯০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯৩১
১,৪২,৪০৬
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
আঃ ১৫০০
১৯৪৮
উত্তরসূরী
ভারত

নয়াগড় রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷[১][২] এটি বর্তমান ওড়িশা রাজ্যের নয়াগড় জেলায় অবস্থিত৷[৩]

রাজ্যটির উত্তরে খণ্ডপাড়া রাজ্যপুরী জেলা রয়েছে৷ রাজ্যটির রাজধানী নয়াগড় শহরে অবস্থিত৷ রাজ্যটির দক্ষিণাংশ পর্বতসঙ্কুল ও ঘন অরণ্যে ঘেরা এবং জনজাতির মধ্যে অধিকাংশই ছিলেন খোন্দ জনজাতি৷[৪]

ইতিহাস[সম্পাদনা]

১৫৫০ খ্রিস্টাব্দের পূর্বে রেওয়া রাজ্যের এক তরুণ রাজবংশধর রাজা সূর্যমণি নয়াগড় রাজ্যের পত্তন ঘটান৷ প্রাথমিকভাবে খণ্ডপাড়া রাজ্যটি এই রাজ্যেরই অংশ ছিলো কিন্তু, ১৫৯৯ খ্রিস্টাব্দে ওড়িশার মহারাজা খণ্ডপাড়ার সামন্ত রাজা যদুনাথ সিংহকে মঙ্গরাজ উপাধি দিলে এটি পৃথক রাজ্যর মর্যাদা হয় এবং যদুনাথ সিংহ মঙ্গরাজ রাজ্যের প্রথম রাজা ঘোষিত হন৷ রাজ্যের শাসকগণ বাঘেল রাজবংশের রাজপুত ছিলেন৷

শাসকবর্গ[সম্পাদনা]

নয়াগড় রাজ্যের শাসকগণ রাজা উপাধিতে ভূষিত হতেন৷ পার্শ্ববর্তী খণ্ডপাড়া রাজ্যের মতো এই রাজ্যটিরও রাজচিহ্ন ছিলো একটি বাঘের মুণ্ড৷[৫]

রাজা[সম্পাদনা]

  • .... - .... চন্দ্রশেখর সিংহ মান্ধাতা
  • .... - .... পুরুষোত্তম সিংহ মান্ধাতা
  • .... - ১৭৮৪ মৃত্যুঞ্জয় সিংহ মান্ধাতা
  • ১৭৮৪ - ১৮২৫

বিনায়ক সিংহ মান্ধাতা

  • ১৮২৫ - ২০ সেপ্টেম্বর ১৮৫১

ব্রজবন্ধু সিংহ মান্ধাতা

  • ২০ সেপ্টেম্বর ১৮৫১ - ১৮৮৯

লাড়ুকিশোর মান্ধাতা

  • ১৮৮৯ - ২ মার্চ ১৮৯০ বলভদ্র সিংহ মান্ধাতা
  • ২ মার্চ ১৮৯০ - ৪ সেপ্টেম্বর ১৮৯৭ রঘুনাথ সিংহ মান্ধাতা
  • ৪ সেপ্টেম্বর ১৮৯৭ - ৭ ডিসেম্বর ১৯১৮ নারায়ণ সিংহ মান্ধাতা
  • ৭ ডিসেম্বর ১৯১৮ - ১৫ আগস্ট ১৯৪৭ কৃষ্ণচন্দ্র সিংহ মান্ধাতা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Imperial Gazetteer2 of India, Volume 22, page 83 – Imperial Gazetteer of India – Digital South Asia Library। Dsal.uchicago.edu। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১২ 
  2. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Nayagarh"। ব্রিটিশ বিশ্বকোষ19 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 318। 
  3. [১]
  4. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.
  5. Princely States of India