নকুলেশ্বর দাশগুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নকুলেশ্বর দাশগুপ্ত (১৮৯৬ — ১৯৬৭) একজন বাঙালি শিক্ষাব্রতী, গ্রন্থকার ও সমাজসেবী।

কৃতিত্ব[সম্পাদনা]

নকুলেশ্বর চট্টগ্রামের ভাটিখাইনে জন্মগ্রহণ করেন ১৮৯৬ সালে। তার পিতার নাম বিশ্বেশ্বর দাশগুপ্ত। ১৯৩০ সালে সমাজসেবার জন্য ভাইসরয় মেডেল লাভ করেন নকুলেশ্বর। তিনি অবিবাহিত ছিলেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর নিজের গ্রামে থেকে মুসলিম ও অবহেলিত মানুষদের মধ্যে স্ত্রী শিক্ষা বিস্তারে তার প্রয়াস পূর্ব পাকিস্তান সরকারের কাছে উচ্চ প্রসংশিত হয়। তার লেখা দুটি গ্রন্থের নাম সাধু তারাচরণগীতরত্নাবলী[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. প্রথম খন্ড, বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র (নভেম্বর ২০১৩)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২৩২। আইএসবিএন 978-8179551356