দ্য ড্যানিশ গার্ল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য ড্যানিশ গার্ল
প্রথম সংস্করণের শক্তমলাট, ২০০০
লেখকডেভিড এবারশফ
মূল শিরোনামThe Danish Girl
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
ধরনউপন্যাস
প্রকাশকঅ্যালেন অ্যান্ড আনউইন (অস্ট্রেলিয়া)
ভাইকিং প্রেস (মার্কিন যুক্তরাষ্ট্র)
ইংরেজিতে প্রকাশিত
২০০০
মিডিয়া ধরনমুদ্রিত (শক্তমলাট ও কাগজের মলাট)
পৃষ্ঠাসংখ্যা৩২৪
আইএসবিএন০৬৭০৮৮৮০৮৭
পরবর্তী বইপাসাডেনা 

দ্য ড্যানিশ গার্ল মার্কিন লেখক ডেভিড এবারশফের একটি উপন্যাস। এটি ২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ভাইকিং প্রেস কর্তৃক এবং অস্ট্রেলিয়ায় অ্যালেন অ্যান্ড আনউইন কর্তৃক প্রকাশিত হয়। এই উপন্যাসটি লিঙ্গ পরিবর্তন সার্জারি করা প্রথম ব্যক্তি লিলি এলবের জীবনের কাল্পনিক চিত্রায়ন।[১] এই উপন্যাস অবলম্বনে একই নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক টম হুপার। চলচ্চিত্রটিতে লিলি এলবের চরিত্রে অভিনয় করেন এডি রেডমেইন এবং তার স্ত্রী গের্দা ভেগেনারের চরিত্রে অভিনয় করেন আলিসিয়া ভিকান্দার

অনুবাদ[সম্পাদনা]

উপন্যাসটি দশটির অধিক ভাষায় অনূদিত হয়েছে এবং এর কাগজের মলাট প্রকাশ করেছে পেঙ্গুইন প্রেস

চলচ্চিত্রে উপযোগকরণ[সম্পাদনা]

এই উপন্যাস অবলম্বনে এবং ডেনীয় চিত্রশিল্পী লিলি এলবেগের্দা ভেগেনারের জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে একই নামের একটি চলচ্চিত্র নির্মিত হয়।[২] চলচ্চিত্রটি পরিচালনা করেন টম হুপার। এতে এলবে চরিত্রে অভিনয় করেন এডি রেডমেইন ও ভেগেনার চরিত্রে অভিনয় করেন আলিসিয়া ভিকান্দার। ঐতিহাসিক ঘটনাবলির ভুল চিত্রায়নের কারণে চলচ্চিত্রটির সমালোচিত হলেও রেডমেইন ও ভিকান্দারের অভিনয় ভূয়সী প্রশংসা অর্জন করে।

মূল্যায়ন[সম্পাদনা]

দ্য নিউ ইয়র্ক টাইমস-এর বইয়ের পর্যালোচনায় উপন্যাসিক ও সমালোচক জন বার্নহাম শোয়ার্টজ উপন্যাসটিকে "মনোযোগ কাড়ে এমন" অভিহিত করে বলেন, "আশা করি লোকজন দ্য ড্যানিশ গার্ল পড়বে। এটি মনোমুগ্ধকর ও মানবিক।" দ্য নিউ ইয়র্ক টাইমসের আরেক সমালোচক রিচার্ড বার্নস্টাইন লিখেন, "মিস্টার এবারশফ আমাদের বলছেন ভালোবাসায় ছোট অন্ধকার শুন্য থাকে। তার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার অন্বেষণ তার উপন্যাসটিকে উল্লেখযোগ্য করে তুলেছে।"[৩]

পুরস্কার[সম্পাদনা]

দ্য ড্যানিশ গার্ল আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড লেটার্স থেকে রোসেনথাল ফাউন্ডেশন পুরস্কার এবং লাম্বডা লিটারেরি পুরস্কার অর্জন করে। এটি ট্রিপট্রি পুরস্কার, নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিস ইয়াং লায়ন্স পুরস্কার, আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন পুরস্কারের ফাইনালিস্ট ছিল, এবং নিউ ইয়র্ক টাইমসের উল্লেখযোগ্য বই ছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. জন বার্নহাম শোয়ার্টজ, "Metamorphosis," দ্য নিউ ইয়র্ক টাইমস বই পর্যালোচনা, February 27, 2000.
  2. "BOOKS OF THE TIMES; Radical Change and Enduring Love"দ্য নিউ ইয়র্ক টাইমস। ১৪ ফেব্রুয়ারি ২০০০। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২০ 
  3. রিচার্ড বার্নস্টাইন, "'The Danish Girl': Radical Change and Enduring Love," দ্য নিউ ইয়র্ক টাইমস, February 14, 2000.

বহিঃসংযোগ[সম্পাদনা]