দ্য ইন্ডিয়ান স্ট্রাগল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, ১৯২০–১৯৪২
লেখকসুভাষচন্দ্র বসু
প্রকাশিতপ্রথম খণ্ড (১৯২০–১৯৩৪) উইশার্ট অ্যান্ড কো, লন্ডন, ১৯৩৫; দ্বিতীয় খণ্ড (১৯৩৫–১৯৪২) ইতালি, ১৯৪২
ওসিএলসি৩৮৬৩৫৬৫

দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, ১৯২০–১৯৪২ হল ভারতীয় জাতীয়তাবাদী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বারা লিখিত একটি দু-খণ্ডের বই, যা ভারতের উপর ব্রিটিশ সাম্রাজ্যীয় শাসনের অবসান ঘটাতে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ১৯২০–১৯৪২ সালের ইতিহাসকে অন্তর্ভুক্ত করে। ব্রিটিশ ঔপনিবেশিক সরকার কর্তৃক ভারতে নিষিদ্ধ, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল ভারত স্বাধীন হওয়ার পরে ১৯৪৮ সালে দেশে প্রকাশিত হয়েছিল। বইটি ১৯২০-এর দশকের গোড়ার দিকে অ-সহযোগখিলাফত আন্দোলন থেকে ১৯৪০-এর দশকের গোড়ার দিকে ভারত ছাড়ো আন্দোলনআজাদ হিন্দ আন্দোলন পর্যন্ত ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি সময়কে বিশ্লেষণ করেছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Indian Struggle"হিন্দুস্তান টাইমস। ১০ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩