দোলনা (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দোলনা
পরিচালকশিবলি সাদিক
প্রযোজকফজলুর রশিদ ঢালী
রোজিনা (নিবেদিত)
চিত্রনাট্যকারশিবলি সাদিক
কাহিনিকারশিবলি সাদিক (সংলাপ)
শ্রেষ্ঠাংশেআলমগীর
রোজিনা
খলিলউল্লাহ খান
সুরকারআলম খান
চিত্রগ্রাহকফিরোজ এম. হাসান
পরিবেশকজুপিটার ফিল্মস
মুক্তি১৯৯০
স্থিতিকাল১০৬ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

দোলনা ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শিবলি সাদিক[১] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন আলমগীর, রোজিনা[২], খলিলউল্লাহ খান, রোজী আফসারি, এটিএম শামসুজ্জামান প্রমুখ।

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

শিল্পপতি ইসহাক আহমেদ ও ফ্লুরা দম্পতি আদুরে একমাত্র কন্যা দোলা বন্ধুদের সাথে নেপালে বেড়াতে যান । নেপালে গিয়ে পরিচয় হয় বাংলাদেশী যুবক গাইড সাগরের সাথে । পরিচয় থেকে ভালোবাসা, প্রেম ও বিয়ে খুব দ্রুতই ঘটে যায় বাবার অমতে। দেশে আসার পর ইসহাক আহমেদের ইচ্ছেয় সাগর দোলাকে নিয়ে ইসহাক আহমেদের বাড়িতে থাকতে রাজী হলেও নানা ঘটনায় অপমান অপদস্থ নয়া মেনে নিতে পারায় আত্মমর্যাদাশীল ও ব্যক্তিত্ববান যুবক সাগর দোলাকে নিয়ে নিজের বাড়িতে উঠেন। দোলাও নিম্নমধ্যবিত্ত পরিবারে নিজেকে খুব সহজে মানিয়ে নেন। তারপরেও কিছু কিছু ঘটনায় দুজনের দ্বন্দ্ব শুরু হয় , শিল্পপতি বাবার উপহার ও সহযোগিতাকে আদুরে কন্যা খারাপ চোখে না দেখলেও সাগর এতে অপমানিত বোধ করেন । এর মধ্যে দুজনের সংসারে এক শিশু কন্যা জন্ম নেয় যার নাম ‘দোলনা’, যাকে নিয়ে পরবর্তী গল্প আবর্তিত হয়।

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালন করেছেন আলম খান। গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির এবং কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা

নং গানের শিরোনাম কণ্ঠশিল্পী পর্দায় শিল্পী
বোবার শত্রু নাই এন্ড্রু কিশোর আলমগীর, রোজিনা
দোলনায় দোলে দোলনা এন্ড্রু কিশোর, রুনা লায়লা আলমগীর, রোজিনা
তুমি আমার কত চেনা[৩] এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন আলমগীর, রোজিনা
তুমি আমার কত চেনা ২ সাবিনা ইয়াসমিন রোজিনা, বেবি জয়া

পুরস্কার[সম্পাদনা]

পুরস্কার বিভাগ বিজয়ী
জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ শিশুশিল্পী বেবি জয়া
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার শিবলি সাদিক
শ্রেষ্ঠ গীতিকার মনিরুজ্জামান মনির
শ্রেষ্ঠ শব্দগ্রাহক মফিজুল হক

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'শিবলী সাদিক ছিলেন একনিষ্ঠ নির্মাতা'"দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "বাংলা চলচ্চিত্রে মা"সংবাদ সারাক্ষন। ঢাকা, বাংলাদেশ। ১০ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "ঈদে রোজিনার 'তুমি আমার কত চেনা'"দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ১৭ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]