দোনাতেল্লো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দোনাতেল্লো
উফফিৎসি, ফ্লোরেন্সে দোনাতেল্লোর মূর্তি
জাতীয়তাফ্লোরেন্সীয়
শিক্ষালোরেন্ত্‌সো গিবের্তি
পরিচিতির কারণভাস্কর্যশিল্প
আন্দোলনআদি রেনেসাঁস

দোনাতেল্লো (১৩৮৬ডিসেম্বর ১৩, ১৪৬৬) প্রাথমিক রেনেসাঁস যুগের একজন বিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী ও ভাস্কর। তিনি ফ্লোরেন্সের অধিবাসী ছিলেন। তিনি ভাস্কর্য নির্মাণের বিশেষ কৌশল শ্যালো রিলিফের জন্য খ্যাতি লাভ করেন। এই কৌশলে নির্মিত ভাস্কর্য আসলের চেয়ে অনেক বেশি গভীর মনে হয়।