দৈনিক ব্রাহ্মণবাড়িয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্রাহ্মণবাড়িয়া একটি বাংলা ভাষার দৈনিক পত্রিকা যা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রকাশিত হয়।[১] সংবাদপত্রটির প্রকাশনা ১৯৯১ সালে শুরু হয়েছিল। পত্রিকাটির সম্পাদক হলেন মোঃ নুরুল হোসেন, সম্পাদক হিসেবে তার চল্লিশ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। পত্রিকাটি অনলাইন প্রকাশনা হিসেবেও প্রকাশিত হয়। এটি প্রথম ট্যাবলয়েড আকারে প্রকাশিত হয়েছিল। পরবর্তিতে এটি সাদা-কালোতে প্রকাশিত একটি ব্রডশীট আকারের সংবাদপত্রে পরিবর্তিত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মো. মাহবুবুর রহমান (২০১২)। "ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 

বহিঃসংযোগ[সম্পাদনা]