দার্জিলিং রোপওয়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দার্জিলিং রোপওয়ে
সংক্ষিপ্ত বিবরণ
মালিকানায়পশ্চিমবঙ্গ সরকার
অবস্থানদার্জিলিং, পশ্চিমবঙ্গ
পরিবহনের ধরনরোপওয়ে
লাইনের (চক্রপথের)
সংখ্যা
প্রধান কার্যালয়দার্জিলিং
চলাচল
চালুর তারিখ১৯৬৮
পরিচালক সংস্থাদর্জিলিং রোপওয়ে কর্তৃপক্ষ
একক গাড়ির সংখ্যা১৬ টি
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য৮ কিলোমিটার (৫.০ মা)

দার্জিলিং রোপওয়ে হল পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং-এর একটি রোপওয়ে পরিবহন ব্যবস্থা। এটি দার্জিলিং ও সিংলাবাজার এর মধ্যে পরিসেবা প্রদান করে। এই রোপওয়ে পরিবহন দার্জিলিং-এর পর্যটন ক্ষেত্রে এক অন্যতম আকর্ষণ।

ইতিহাস[সম্পাদনা]

১৯৬৮ সালে প্রথম দার্জিলিং ও সিংলাবাজার এর মধ্যে এই পরিবহন ব্যবস্থা চালু হয়। এই রোপওয়ে পথের নিচে রয়েছে রাম্মাম নদী ও রাম্মাম উপত্যকা। ২০০৩ সালে এই রোপওয়ে পরিসেবায় এক দুর্ঘটনা ঘটে; যার ফলে ৪ জন পর্যটকের মৃত্যু হয়। এরপর পরিসেবা ৮ বছর বন্ধ থাকে এবং ২০১২ সালের ২ ফেব্রুয়ারি আবার পরিসেবা শুরু হয়।[১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দার্জিলিংয়ে ফের চলবে রোপওয়ে?"সংবাদ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৬