দারনাগুল (বাকু মেট্রো)

স্থানাঙ্ক: ৪০°২৫′০২″ উত্তর ৪৯°৫১′০১″ পূর্ব / ৪০.৪১৭২২° উত্তর ৪৯.৮৫০২৮° পূর্ব / 40.41722; 49.85028
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দারনাগুল
Dərnəgül
বাকু মেট্রো
বাকু মেট্রো স্টেশন
অবস্থানবাকু, আজারবাইজান
স্থানাঙ্ক৪০°২৫′০২″ উত্তর ৪৯°৫১′০১″ পূর্ব / ৪০.৪১৭২২° উত্তর ৪৯.৮৫০২৮° পূর্ব / 40.41722; 49.85028
মালিকানাধীনবাকু মেট্রো
রেলপথ
ইতিহাস
চালু২৯ জুন ২০১১ (2011-06-29)
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন বাকু মেট্রো পরবর্তী স্টেশন
সমাপ্তি সবুজ লাইন আজাদলিক প্রোস্পেক্টি
অবস্থান
মানচিত্র

দারনাগুল বাকু মেট্রোর একটি স্টেশন। এটি ২৯ জুন ২০১১ সালে চালু করা হয়।[১] স্টেশনটি ৭ম-৮ম মাইক্রোডিস্ট্রিক্ট অঞ্চলে অবস্থিত। এখান থেকে সুলেমান সানি আখুন্দোভ সরণিতে যাওয়া যায়। স্টেশনটি স্তম্ভবিহীন। এটি বাকু মেট্রোর তেইশতম স্টেশন।

ইতিহাস[সম্পাদনা]

স্টেশনটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৯ সালে এবং ২৯ জুন, ২০১১ সালে নির্মাণ সম্পন্ন হলে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ এটির উদ্বোধন করেন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Baku Metro"UrbanRail