ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ত্রিপুরা জাতীয় স্বেচ্ছাসেবক নেতা বিজয় কুমার হ্রাংখাওল
অপারেশনের তারিখ 1978 - 1988
মতাদর্শ ত্রিপুরী জাতীয়তাবাদ

ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্স (এছাড়াও উপজাতীয় জাতীয় স্বেচ্ছাসেবক বা ত্রিপুরা জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী ) হল ভারতের ত্রিপুরা অঞ্চলের একটি ত্রিপুরী জাতীয়তাবাদী জঙ্গি গোষ্ঠী যেটি ১৯৮০-এর দশকের গোড়ার দিকে ত্রিপুরাকে ভারত থেকে আলাদা করার জন্য একটি সশস্ত্র সংগ্রাম শুরু করেছিল। টিএনভির নেতৃত্বে ছিলেন বিজয় কুমার হ্রাংখাওল[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

খ্রিস্টানরা টিএনভি-এর যোদ্ধা এবং নেতাদের একটি বড় শতাংশ নিয়ে গঠিত। চেয়ারম্যান বিজয় হ্রাংখাওল ছিলেন একজন ধর্মপ্রাণ খ্রিস্টান। টিএনভি-তে যোগদানকারী খ্রিস্টান নন এমন উপজাতিদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হতে উৎসাহিত করা হয়েছিল। [১]

টিএনভি ১৯৮৮ সালে আত্মসমর্পণ করে এবং নিজেদেরকে একটি রাজনৈতিক দলে একীভূত করে। ২০০০ সালে, টিএনভি টুইপ্রার আদিবাসী জাতীয়তাবাদী দল হিসাবে নিজেদের নাম পরিবর্তন করে।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

২০০১ সালে টিএনভি Indigenous People's Front of Tripura- এর সাথে একীভূত হয়।

ইতিহাস[সম্পাদনা]

টিএনভি ১৯৭৮ সালে মিজো ন্যাশনাল ফ্রন্টের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল।[২] এটিকে প্রথমে উপজাতীয় জাতীয় স্বেচ্ছাসেবক বলা হত।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Subir Bhaumik (২০০৪)। Ethnicity, Ideology and Religion: Separatist movements in India's Northeast (পিডিএফ)। Asia-Pacific Center for Security Studies। পৃষ্ঠা 236। 
  2. "Assessment for Tripuras in India", Minorities at Risk Project, UNHCR Refworld, ২০০৩-১২-৩১, সংগ্রহের তারিখ ২০০৯-০৩-১৫