তাল্লেয়ে যায়নাবিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তাল্লেয়ে যায়নাবিয়া হচ্ছে ইরাকের কারবালা এলাকায় অবস্থিত একটি উচু ভূমি বা টিলা।

অবস্থান[সম্পাদনা]

এই এলাকাটি ইরাকের রাজধানী বাগদাদের ১০০ কিমি (৬২ মাইল) দক্ষিণ-পশ্চিমের কারবালা প্রদেশের রাজধানী কারবালায় অবস্থিত।

নামকরণ[সম্পাদনা]

ইসলামের শেষ নবী মুহাম্মদ-এর দোহিত্র ইমাম হোসাইন কারবালা প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করলে তার বোন সাইয়্যেদা যায়নাব এই টিলার উপর উঠে তার নানা নবী মুহাম্মদ-এর নিকট এই অমানবিক ঘটনার জন্য বিলাপ করে ফরিয়াদ জানান।[১] তখন থেকে এই টিলাটিকে 'তাল্লেয়ে যায়নাবিয়া' বলা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. আশুরা সংকলন (২০০৯)। কালচারাল কাউন্সেলরের দফতর, ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাস, ঢাকা, বাংলাদেশ। পৃষ্ঠা নং-১২০ (গ)।

বহিঃসংযোগ[সম্পাদনা]