তালারি মনোহর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তালারি মনোহর (২০০৯)

তালারি মনোহর (জন্ম: ১৯৫৪) ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর শহরের একজন রাজনীতিবিদ। [১]

তিনি বিধানসভার সদস্য এবং ৮০ এর দশকে এবং নব্বইয়ের দশকে সংসদ সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। পরে তিনি প্রজা রাজ্যম পার্টিতে (পিআরপি) যোগ দিয়েছিলেন। ২০০৯ সালের নির্বাচনে তিনি চিত্তুর থেকে সংসদ সদস্য হবার প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তিনি শ্রী ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সময় থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি নারা চন্দ্র বাবু নাইডুর সমসাময়িক যিনি তেলুগু দেশম পার্টির বর্তমান সভাপতি।

প্রজা রাজ্যম পার্টিতে সংযুক্তির কারণে তিনি এখন ভারতীয় জাতীয় কংগ্রেসে রয়েছেন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. TALARI MANOHAR - PRAP - Chittoor (ANDHRA PRADESH) Association for Democratic Reforms website, accessed: 13 January 2011