তাজকিরাতুল আউলিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তাজকিরাত আল-আউলিয়া (ফার্সি: تذکرةالاولیا অথবা تذکرةالاولیاء, অর্থাৎ "সাধুদের জীবনী")  – বৈকল্পিক প্রতিবর্ণীকরণ: তাজকিরাত আল-আউলিয়া, তাযকিরাত আল-আউলিয়া, তাজকেরাত-ওল-আউলিয়া, তেজকেরাহ-ই-ইভলিয়া ইত্যাদি  – হল দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীর পারস্য কবি ও মরমী ফরিদ উদ্দিন আত্তার কর্তৃক রচিত ছিয়ানব্বই জন সুফি সাধক এবং তাদের অলৌকিক ঘটনা (কারামত) এর একটি উপাখ্যান সংগ্রহ। আত্তারের একমাত্র টিকে থাকা গদ্যটিতে ৭২টি অধ্যায় রয়েছে, যা ইমাম জাফর সাদিকের জীবনী দিয়ে শুরু এবং সুফি শহীদ মনসুর আল-হাল্লাজের জীবনী দিয়ে সমাপ্ত।

জীবনী তালিকা[সম্পাদনা]

অনুবাদ[সম্পাদনা]

  • মুসলিম সেন্টস অ্যান্ড মিস্টিকস: তাদকিরাত আল-আউলিয়া'র পর্ব (১৯৯০); এজে আরবেরি দ্বারা একটি সংক্ষিপ্ত ইংরেজি অনুবাদ। [১]
  • লে মেমোরিয়াল ডেস সেন্টস (১৮৮৯); পাভেত দে কোর্টেইলে দ্বারা একটি ফরাসি অনুবাদ।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Attar, Farid al-Din. Muslim Saints and Mystics: Episodes from the Tadhkirat Al-Auliya’ ('Memorial of the Saints'). Translated by A.J. Arberry. London, England.: Penguin (Non-Classics), 1990. আইএসবিএন ০-১৪-০১৯২৬৪-৬

বহিঃসংযোগ[সম্পাদনা]