ডুব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডুব
কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখ৩ এপ্রিল ২০০৮ (2008-04-03) [১]
ঘরানাপরীক্ষামূলক সঙ্গীত
দৈর্ঘ্য৬০:৩৩
সঙ্গীত প্রকাশনীবেঙ্গল মিউজিক কোম্পানি লিমিটেড
প্রযোজকশায়ান চৌধুরী অর্ণব
শায়ান চৌধুরী অর্ণব কালক্রম
হোক কলরব
(২০০৬)
ডুব
(২০০৮)
রোদ বলেছে হবে
(২০১০)

ডুব অ্যালবামটি অর্ণবের তৃতীয় একক অ্যালবাম। অ্যালবামটি ২০০৮ সালের এপ্রিল মাসে প্রকাশ করা হয়।[১] অ্যালবামটি বেঙ্গল মিউজিক কোম্পানি লিমিটেড-এর অধীনে প্রকাশিত হয়। অ্যালবামটির গানগুলো শান্তিনিকেতনে থাকা কালে রচনা করা হয়।

অ্যালবামটিতে সর্বমোট ১৪ টি গান রয়েছে।

গানের তালিকা[সম্পাদনা]

সকল গানের সুরকার শায়ান চৌধুরী অর্ণব।

নং.শিরোনামরচয়িতাদৈর্ঘ্য
১."অনেক দূর" ২:২২
২."স্বপ্ন দেবে ডুব" ৪:০৪
৩."আঁধখানা" ৩:৫৪
৪."ঘর বাহির" ৪:৪৩
৫."লুকিয়ে" ২:৪৫
৬."ঢাকা রাতে" ৪:২৪
৭."আকাশ কালো" ৪:১১
৮."দিক বিদিক" ৪:৪৮
৯."তাঁতী" ৩:২৫
১০."চাই" ৪:১৫
১১."ঘুম" ৪:৫২
১২."রাস্তায়"শায়ান চৌধুরী অর্ণব৪:৩৮
১৩."ধূসর মেঘ" ৪:০১
১৪."নয়ন তোমারে" ১০:১১
মোট দৈর্ঘ্য:৬০:৩৩

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "From Strength to Strength"। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৫