জালাল আহমদ (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জালাল আহমদ
কুমিল্লা-১৯ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬
পূর্বসূরীআসন শুরু
উত্তরসূরীআলফাজ উদ্দিন
প্রাদেশিক পরিষদের সদস্য
কাজের মেয়াদ
১৯৭০ – ১৯৭১
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯২১-০৭-০২)২ জুলাই ১৯২১
পাঁচপুকুরিয়া, লাকসাম, কুমিল্লা
মৃত্যু১৪ জানুয়ারি ২০০৯(2009-01-14) (বয়স ৮৭)
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

জালাল আহমদ (২ জুলাই ১৯২১ — ১৪ জানুয়ারি ২০০৯) ছিলেন বাংলাদেশের কুমিল্লা জেলার একজন রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি তৎকালীন কুমিল্লা-১৯ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২] তিনি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে পূর্ব-পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছিলেন।[৩][৪]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

জালাল আহমদ ২ জুলাই ১৯২১ সালে কুমিল্লা জেলার লাকসামের পাঁচপুকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ওয়ালী মিয়া পন্ডিত এবং মায়ের নাম জোবায়দা বেগম।[৫][৪]

তিনি পাঁচপুকুরিয়া গ্রামের প্রাইমারি স্কুল মাদ্রাসায় পড়শুনা করে পরে চট্টগ্রামের সীতাকুন্ড মাদ্রাসা থেকে ১৯৪০ সালে দাখিল পাশ করেন।[৫][৪]

কর্মজীবন[সম্পাদনা]

জালাল আহমদ ১৯৪০ সালে হাতিমারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৪৬ সালে তিনি কলকাতায় খাদ্য পরিদর্শক হিসাবে সরকারি খাদ্য বিভাগে যোগদান করেন।[৫][৪]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

জালাল আহমেদ ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।[৫][৪]

তিনি ২ নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। মুক্তিযুদ্ধের সময় বিভিন্নভাবে প্রশিক্ষণ ও নেতৃত্বদানের মাধ্যমে লাকসাম অঞ্চলের প্রতিরোধ গড়ে তুলতে অগ্রনী ভূমিকা পালন করেন।[৫][৪]

১৯৭২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি লাকসাম থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[৬][৫][৪]

১৯৬০ সালে তিনি খিলা ইউনিয়নে মেম্বার নির্বাচিত হন। এরপর তিনি পর পর দুইবার খিলা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।[৫][৪]

১৯৭০ সালে তিনি পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে কুমিল্লা-১৯ তথা লাকসাম থেকে অংশগ্রহন করে নির্বাচিত হন।[৩][৬][৫][৪]

১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন কুমিল্লা-১৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][৭][৬][৫][৪]

তিনি বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।[৫][৪]

মৃত্যু[সম্পাদনা]

জালাল আহমেদ ১৪ জানুয়ারি ২০০৯ সালে মৃত্যুবরণ করেন।[৬][৫][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০ 
  2. The Election Archives (ইংরেজি ভাষায়)। Shiv Lal। ১৯৮১। 
  3. "১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রাদেশিক পরিষদে বিজয়ী সদস্যদের তালিকা"সংগ্রামের নোটবুক। ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৪ 
  4. "২ জুলাই – সাবেক সংসদ সদস্য মরহুম জালাল আহমেদ'র জন্মদিন"washington bangla। ১ জুলাই ২০২২। ১২ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৪ 
  5. "২ জুলাই - সাবেক সংসদ সদস্য মরহুম জালাল আহমেদ'র জন্মদিন"laksam.com। ১২ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৪ 
  6. "সাবেক সংসদ সদস্য জালাল আহমেদ'র মৃত্যুবার্ষিকী"বাংলাদেশ প্রতিদিন। ১৫ জানুয়ারি ২০২৪। ১২ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৪ 
  7. "কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) ।। সুবিধাজনক অবস্থানে আওয়ামীলীগ বিএনপিতে লড়াই, সুযোগ নিতে চায় জাপা"আজকের কুমিল্লা ডট কম। ৪ অক্টোবর ২০১৮। ২৫ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২০