জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বাংলাদেশের জামালপুর জেলার একটি প্রাচীন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৮৮২ সালে প্রতিষ্ঠিত হয়।[১]

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ঠিকানা
মেডিকেল রোড

, ,
২০০০[২]
তথ্য
বিদ্যালয়ের ধরনসরকারি মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৮৮২; ১৪১ বছর আগে (1882)
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ
বিদ্যালয় জেলাজামালপুর জেলা
ইআইআইএন১০৯৮৬৯
প্রধান শিক্ষকমোঃ আব্দুল মান্নান
শিক্ষকমণ্ডলী৫৩ জন[৩]
প্রাথমিক পড়ানোর বছর৩য়-৫ম শ্রেণী
মাধ্যমিক পড়ানোর বছর৬ষ্ঠ-১০ম শ্রেণী
লিঙ্গবালিকা
শিক্ষার্থী সংখ্যা৭৬৬[৪]
শ্রেণী৩য়-১০ম শ্রেণী
ভাষাবাংলা
শ্রেণীকক্ষ১৯টি[২]
ক্যাম্পাসসমূহ০১টি
আয়তন১.৮৭ একর (৭,৬০০ মি)[২]
ক্যাম্পাসের ধরনশহুরে
ওয়েবসাইটwww.jamalpurgghs.edu.bd

শিক্ষক-শিক্ষিকা[সম্পাদনা]

বিদ্যালয় ০২ শিফটের জন্য ০১ জন প্রধান শিক্ষক, ০২ জন সহকারী প্রধান শিক্ষক, ৩৭ জন সিনিয়র শিক্ষক-শিক্ষিকা ও ১১ জন‌ সহকারী শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।[৩]

ছাত্রী সংখ্যা[সম্পাদনা]

বিদ্যালয়ে মোট ছাত্রীর সংখ্যা ৭৬৬ জন।[৪]

ধর্ম ভিত্তিক[সম্পাদনা]

বিদ্যালয়ে ইসলাম ও সনাতন ধর্মের ছাত্রী রয়েছে।[৪]

  • ইসলাম ধর্মের ৭২৩ জন
  • সনাতন ধর্মের ৪৩ জন

অবকাঠামো[সম্পাদনা]

বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ১.৭৮ একর। এই জমির উপরে মোট ভবনের সংখ্যা ০৩টি। মোট শ্রেণীকক্ষের সংখ্যা ১৯টি। আইসিটি ল্যাব ০১টি, বিদ্যানগর ০৩টি, মাল্টিমিডিয়া শ্রেণীর কক্ষ ০২টি।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. জাহাঙ্গীর আলম, জামালপুর (২০২৩-০৮-১৫)। "জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ছ ব্যানার ছাড়াই শোক দিবসের অনুষ্ঠান, শোকজের নির্দেশ ডিসির"সময় সংবাদ। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  2. "এক নজরে"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  3. "কর্মরত শিক্ষক-শিক্ষিকা"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  4. "অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭