চিত্র আলোচনা:নটর ডেম কলেজ, ঢাকা-এর লোগো.svg

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Xi Knight কর্তৃক ৬ মাস আগে "চ্যাপ্টা" অনুচ্ছেদে

ট্যাগ যুক্তকরণ প্রসঙ্গে[সম্পাদনা]

@Nokib Sarkar: জনাব, এই চিত্র আপলোড করার সময় এর রেজুলেশন ছিল ৩০০ × ২৯২, যেখানে আমরা সর্বোচ্চ ৩১৬ × ৩১৬ পর্যন্ত মুক্ত নয় চিত্রের রেজুলেশন দিতে পারি। তবে কেন ছোট করার ট্যাগ লাগালেন বুঝতে পারছি না। — কুউ পুলক ২০:৩২, ১১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@কুউ পুলক: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। এখানে এটি নিয়ে আলোচনা হচ্ছে। সমন্বয়ের স্বার্থে সেখানেই আলোচনায় অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি। নকীব সরকার বলুন... ১৪:৩৩, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

চ্যাপ্টা[সম্পাদনা]

@Xi_Knight, আপনি লোগোটি চ্যাপ্টা করে ফেলেছেন। নটর ডেমের ব্যবহৃত লোগোর সাথে মিলছে না।[১] আমার কাছে পূর্বের লোগোর আকার ঠিক বলে মনে হচ্ছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৩, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

জ্বী ভাই বর্তমান লোগোটা আগের লোগোর তুলনায় হয়ত একটু লম্বা লাগছে। এখানকার বেশকিছু বছরের বার্ষিক ম্যাগাজিন আর কাগজপত্র আমার ব্যক্তিগত সগ্রহে আছে সেখানে লোগোটা বর্তমানের মতই লম্বা। আপনি যে pdf টা দিয়েছেন তা ঠিকই আছে তবে স্ক্যান করে পরবর্তিতে সংযোগ করতে গিয়ে হয়ত একটু চ্যাপ্টা হয়েছে, কারণ ওই হুবহু লোগোসহ হার্ডকপি একটি ডকুমেন্ট আমার সংগ্রহে আছে। লম্বা/চ্যাপ্টায় ভিন্নতা থাকলেও একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেনা ডিজাইনের দিক থেকে PDF আর বর্তমানের লোগোটার মিল বেশি পূর্বেরটার তুলনায় (সাদা-কালো তাই বুঝা কঠিন তাই উদাহরণস্বরূপ ক্রুশের পিছনের প্যাটার্নটা আর Notre Dame college লিখা ব্যানারটায় মিল পাবেন)। আর ওয়েব সাইটের Header এর লোগোটাও বর্তমানের লোগো তবে রেজুলোসন কম তাই বুজা মুস্কিল। Xi Knight (আলাপ) ১৮:১৩, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আফতাবুজ্জামান ভাই এই ডকুমেন্ট-টা দেখেন [২] এখানে লোগোটা ঠিকভাবে লম্বা আছে।
আর এইখানে লোগোটার রঙিন ভার্সন [৩] Xi Knight (আলাপ) ১৮:৩৯, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন