ঙ্গাগ-দ্বাং-গ্রাগ্স-পা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঙ্গাগ-দ্বাং-গ্রাগ্স-পা (ওয়াইলি: ngag dbang grags pa) ত্রয়োদশ শতকে তিব্বতী বৌদ্ধধর্মের সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের একজন পণ্ডিত ছিলেন। তিনি স্নার-থাং-পা-ত্শুল-খ্রিম্স-র্গ্যাল-ম্ত্শান নামক সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের একজন পণ্ডিতের নিকট হতে ডাকার্ণব তন্ত্র সম্বন্ধে শিক্ষাগ্রহণ করেন এবং এই শিক্ষা তিনি ব্যাং-ছুব-সেং-গে নামক সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের একজন লামাকে দান করেন। এছাড়া তাঁর জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gardner, Alexander (মে ২০১০)। "Lama Ngawang Drakpa"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters