গুবলেট ব্যাঙ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গুবলেট ব্যাঙ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
উপপর্ব: Vertebrata
শ্রেণী: Amphibia
বর্গ: Anura
পরিবার: Microhylidae
গণ: Synapturanus
প্রজাতি: S. mesomorphus
দ্বিপদী নাম
Synapturanus mesomorphus
(রাফায়েল আর্নস্ট, ২০২১)

গুবলেট ব্যাঙ (বৈজ্ঞানিক নাম: Synapturanus mesomorphus) হচ্ছে একটি আমাজন অতিবারী অরণ্যের সরু মুখের ব্যাঙের পরিবারের একটি প্রজাতি। এটি আমাজনের উত্তরের গায়ানা নিচু জলাভূমি অতিবৃষ্টি অরণ্যের কর্দম ভূমিতে পাওয়া গেছে।[১] গুবলেট বা জোম্বি নাম দেয়া হলেও এটি বিপজ্জনক নয়। এটির দৈর্ঘ্য ৪০ (১.৪ ইঞ্চি) মি.মি ‌এবং বেলুনে জলের মত নাদুসনুদুস।[২] গায়ের রং কালো-কমলা, গায়ে সহস্রাধিক ক্ষুদ্র ক্ষুদ্র উজ্জল কমলা বিন্দু রয়েছে ও মুখের সামনের ও বুকের বা নিচের অংশ সাদা এবং চোখের রঙ কালো। জার্মান হারপেটোলজিস্ট (সরীসৃপ ও উভচর বিদ্যান) রাফায়েল আর্নস্ট গায়ানায় পিএইচডি মাঠ কর্মসূচির সময় ব্যাঙটি পেয়েছিলেন।[৩]

আবাস্থল[সম্পাদনা]

এটি এখন পর্যন্ত আমাজন অতিবারী অরণ্যের উত্তরে গায়ানার নিচু জলাভূমি অঞ্চলে পাওয়া গেছে। এটি মাটির গভীরে গর্ত করে থাকে, ভারী বৃষ্টিপাতের সময় সঙ্গীর প্রতি আবেদন আহ্বান (ডাক দেয়) করে এবং তখন এদের আওয়াজ শোনা যায়।[৪][৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]