গাবন (১৯৬৬-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গাবন
পরিচালকহৃষিকেশ মুখার্জী
কৃষণ চোপড়া[১]
প্রযোজকএইচ আই প্রোডাকশন
রচয়িতামুন্সী প্রেমচাঁদ (কাহিনী)
আখতার-উল-ইমান (সংলাপ)
শ্রেষ্ঠাংশেসুনীল দত্ত
সাধনা শিবদাসানি
সুরকারশঙ্কর জয়কিষাণ
মুক্তি
  • ১৯৬৬ (1966)
স্থিতিকাল১৬৯ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

গাবন (অনু.Embezzlement, আত্মসাৎ) হৃষিকেশ মুখার্জি পরিচালিত ১৯৬৬ সালের হিন্দি ছবি, মুন্সি প্রেমচাঁদের একই নামের ক্লাসিক উপন্যাস অবলম্বনে।[২] এতে মুখ্য ভূমিকায় ছিলেন সুনীল দত্তসাধনা। ছবিটিতে সঙ্গীত করেছেন শঙ্কর জয়কিশান,[৩][৪] এবং গানের কথা শৈলেন্দ্রহাসরাত জয়পুরি[৫]

পটভূমি[সম্পাদনা]

সৎ মুন্সি দয়ানাথ ১৯২৮ সালে ব্রিটিশ ভারতে এলাহাবাদ হাইকোর্টের প্রশাসনিক অফিসে কাজ করেন এবং তার স্ত্রী, এক প্রাপ্ত বয়স্ক বেকার ছেলে রমানাথ এবং দুই ছোট ছেলের সাথে একটি দরিদ্র জীবনযাপন করেন। রমানাথের প্রেক্ষাপট না জেনেই, মুন্সি দীনদয়াল তার মেয়ে জল্পার বিয়ে ঠিক করেন এবং যে এই পরিবারে এসে ওঠে। এই বিবাহের জন্য কেনা গয়নাগুলোর জন্য গহনাদাতা গঙ্গারামকে অর্থ প্রদান করতে অক্ষম, রমানাথ তার স্ত্রীর গয়না চুরি করে, এবং তারপর তাকে (স্ত্রী) চন্দ্রহার দিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে। এর জন্য অর্থ প্রদানের জন্য, তিনি কেরানী হিসাবে কাজ নেন, সরকারের জন্য অর্থ সংগ্রহের পাশাপাশি ঘুষ গ্রহণ করেন। পরিস্থিতি তাকে ৮০০/- রূপি আত্মসাৎ করতে বাধ্য করে যা সে ফেরৎ দিতে অক্ষম। গ্রেপ্তার হওয়ার ভয়ে, তিনি কলকাতায় পালিয়ে যান, স্বাধীনতা সংগ্রামে পরোক্ষভাবে জড়িয়ে পড়েন, গ্রেপ্তার হন এবং অহিংস মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলেই তাকে মুক্তি দেওয়া হবে।

কলাকুশলী[সম্পাদনা]

সাউন্ডট্র্যাক[সম্পাদনা]

# গান গায়ক
"ম্যায় হর রাত জাগি" লতা মঙ্গেশকর
"আয়ে রে দিন সাওয়ান কে" লতা মঙ্গেশকর
"সাজন লে যায়েগা তুঝকো ঘর" লতা মঙ্গেশকর
"ম্যায়নে দেখা থা স্বপ্ন মে" লতা মঙ্গেশকর
"তুম বিন সাজন বারসে নয়ন" লতা মঙ্গেশকর, মহম্মদ রফি
"সোলা সিঙ্গার কারকে আয়ি সুহাগ রাত" মোহাম্মদ রাফি
"এহসান মেরে দিল পে তুমহারা হ্যায় দোস্তন" মোহাম্মদ রাফি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gaban
  2. Movies Based on Novel filmykeeday.com.
  3. Gaban ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ ফেব্রুয়ারি ২০১২ তারিখে movietalkies.com.
  4. Gaban by Munshi Premchand.
  5. Gaban songs ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ জুন ২০১০ তারিখে

বহিঃসংযোগ[সম্পাদনা]