গড় দ'ল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গড় দ'ল
Garh Doul
সাধারণ তথ্য
অবস্থানশোণিতপুর জেলা
আসাম
ভারত
নির্মাণকাজের আরম্ভসপ্তম এবং অষ্টম শতকে
কারিগরী বিবরণ
কাঠামোগত পদ্ধতিইট এবং ভারতীয় স্থানীয় সিমেন্ট

'গড় দ'ল বা গড় দৌল শোণিতপুর জেলায় অবস্থিত ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত স্থান। এটি আসামের রাজ্যিক সংরক্ষিত স্মৃতিচিহ্নের অন্যতম। এটি তেজপুর থেকে প্রায় ৭ কি.মি. দূরে তরাজান কুমারগাঁওয়ে অবস্থিত।[১] গড় দ'লের ভারতীয় পুরাতত্ত্ব অনুসন্ধান বিভাগ প্রদান করা নম্বর হ'ল S-AS-95। এর আয়তন প্রায় ২৫০x২৫০ বর্গ মিটার। এখানে ইটের দুসারি গাঁথুনি পাওয়া গিয়েছে যাকে কোনো মন্দিরের বেদী বলে অনুমান করা হয়। এর ধ্বংসাবশেষ খ্রীষ্টীয় সপ্তম এবং অষ্টম শতকের।

গড় দৌলের প্রবেশদ্বার

হিন্দুশাস্ত্র মতে, এই স্থান রাজা বাণাসুর তাঁর কন্যা ঊষাকে রাখতে তৈরি করেছিলেন। ঊষা তাঁর শৈশব এখানেই অতিবাহিত করেছিলেন।

গড় দৌলের ধ্বংসাবশেষ বহু পরিমাণে এখনও আবিষ্কৃত হয়নি। আসামের পুরাতত্ত্ব অনুসন্ধান বিভাগ এই ধ্বংসাবশেষ উদ্ধার এবং সংরক্ষণের জন্য কাজ করছে সাথে একে পর্যটন ক্ষেত্র হিসাবে গড়ে তুলতে একটি উদ্যান নির্মাণও করিয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Protected Monuments in Assam"। Archaeological Survey of India। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]