খোরশেদ আলম খসরু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রযোজক

খোরশেদ আলম খসরু
জন্ম (1969-07-06) ৬ জুলাই ১৯৬৯ (বয়স ৫৪)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পেশাচলচ্চিত্র প্রযোজক
কর্মজীবন২০০৪ – বর্তমান
পরিচিতির কারণচলচ্চিত্র প্রযোজক

খোরশেদ আলম খসরু (জন্ম ০৬ জুলাই ১৯৬৯) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। পাশাপাশি তিনি কয়েকটি ছবিতে ছোট চরিত্রে অভিনয়ও করেছেন। তার প্রযোজিত চলচ্চিত্রগুলো হল জানোয়ার, ১০ নম্বর মহাবিপদ সংকেত, ‘ভালোবাসার লাল গোলাপ’, হায় প্রেম হায় ভালোবাসা, বাজাও বিয়ের বাজনা, আরো ভালোবাসবো তোমায়’, ও নয় ছয়। তিনি চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

চাবি
ছুরি যে চলচ্চিত্রগুলি এখনও মুক্তি পায়নি সেগুলো সম্বোধন করে
বছর চলচ্চিত্র শিল্পী অভিনয় প্রয়োজক টীকা
২০০৪ লাষ্ট টার্গেট শাকিব খান হ্যাঁ না প্রথম চলচ্চিত্র
২০০৫ নষ্টা মেয়ে শায়লা, আলী রাজ হ্যাঁ না

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]