খানপুর, কপূরথলা
অবয়ব
খানপুর | |
---|---|
গ্রাম | |
ভারতের পাঞ্জাবে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩১°২৩′০১″ উত্তর ৭৫°১৩′২৩″ পূর্ব / ৩১.৩৮৩৭৪৪° উত্তর ৭৫.২২৩১১১° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পাঞ্জাব |
জেলা | কপূরথলা |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,১৫৪[১] |
লিঙ্গ অনুপাত 609/545♂/♀ | |
ভাষা | |
• সরকারী | পাঞ্জাবী |
• অন্য ভাষা | হিন্দী |
সময় অঞ্চল | IST (ইউটিসি+৫ː৩০) |
পিন | ১৪৪৬০১ |
খানপুর ভারতের পাঞ্জাব প্রদেশের কপূরথলা জেলার একটি গ্রাম, এটি কপূরথলা থেকে ১৬ কিলোমিটার (৯.৯ মাইল) দুরে অবস্থিত, যেটি খানপুর জেলা ও উপ-জেলা উভয়ের সদর দপ্তর। গ্রামটি একটি পঞ্চায়েত প্রধান দ্বারা পরিচালিত হয় যিনি গ্রামের একজন নির্বাচিত প্রতিনিধি.[২]
জনসংখ্যা
[সম্পাদনা]ভারতের ২০১১ সালের জনগণনা অনুযায়ী,খানপুরে মোট ঘরের সংখ্যা ২২৩, এবং জনসংখ্যা ছিল ১,১৫৪ যার মধ্যে ৬০৯ জন পুরুষ এবং ৫৪৫ জন নারী। খানপুরে সাক্ষরতার হার ৬৯.১১%, প্রদেশ এর গড় ৭৫.৮৪% র চেয়ে কম। জনসংখ্যার ৬ বছরের কম বয়সী শিশুদের সংখ্যা ১৪৪, যা খানপুরর মোট জনসংখ্যার ১২.৪৮% এবং শিশু সন্তানের লিঙ্গ অনুপাত প্রায় ৯৪৬ প্রদেশ এর গড় ৮৪৬ এর তুলনায় বেশি। [৩]
জনসংখ্যার তথ্য
[সম্পাদনা]বিবরণ | মোট | পুরুষ | মহিলা |
---|---|---|---|
মোট ঘর | ২২৩ | - | - |
জনসংখ্যা | ১,১৫৪ | ৬০৯ | ৫৪৫ |
শিশু (০-৬) | ১৪৪ | ৭৪ | ৭০ |
তফসিলি জাতি |
৯১৬ | ৪৮৬ | ৪৩০ |
তফসিলি উপজাতি | ০ | ০ | ০ |
সাক্ষর | ৬৯.১১ % | ৭১.৫৯ % | ৬৬.৩২ % |
মোট শ্রমিক | ৫২৫ | ২৯৯ | ২২৬ |
প্রধান কর্মী | ৫২২ | ০ | ০ |
প্রান্তিক কর্মী | ৩ | ২ | ১ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Khanpur Population per Census 2011"। census2011.co.in।
- ↑ "About the village"। onefivenine.com।
- ↑ "Khanpur"। census2011.co.in। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৬।