খসড়া:এল ওলোর দে লা গুয়াইয়াবা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিত্র:The Fragrance of Guava.jpg
দ্যা ফ্রেগ্রান্স অফ গুয়াভা (১৯৮৩) এর ইংরেজি সংস্করণ। ফেবার অ্যান্ড ফেবার পাব্লিশেরস, লন্ডন

এল ওলোর দে লা গুয়াইয়াবা বা পেয়ারার সুবাস গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এবং তার ঘনিষ্ঠ বন্ধু প্লিনিও আপুলিও মেন্ডোজার মধ্যে দীর্ঘ কথোপকথনের উপর ভিত্তি করে লেখা একটা বই। ১৯৮২ সনে প্রকাশিত এই বইতে মার্কেজের জীবন নিয়ে লেখা। এখানে তাঁর শৈশব থেকে নিয়ে অনেক সেলিব্রিটিদের সাথে সাক্ষাত সম্পর্কে লেখা আছে। এই বইয়ের বাংলা অনুবাদ প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স থেকে, অনুবাদ করেছেন খালিকুজ্জামান ইলিয়াস।