ক্রিস্তিন লাগার্দ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিস্তিন লাগার্দ
Christine Lagarde
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান
নিয়োগপ্রাপ্ত
দায়িত্ব গ্রহণ
১লা নভেম্বর ২০১৯
উপরাষ্ট্রপতিলুইস দে গিনদোস
যার উত্তরসূরীমারিও দ্রাগি
আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর প্রধান নির্বাহী
কাজের মেয়াদ
৫ জুলাই ২০১১ – ১২ সেপ্টেম্বর ২০১৯*
ডেপুটিজন লিপস্কি
ডেভিড লিপটন
পূর্বসূরীজন লিপস্কি (সাময়িকভাবে স্থলাভিষিক্ত)
উত্তরসূরীডেভিড লিপটন (সাময়িকভাবে স্থলাভিষিক্ত)
ক্রিস্তালিনা জর্জিয়েভা
অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রণালয় (ফ্রান্স)
কাজের মেয়াদ
১৯ জুন ২০০৭ – ২৯ জুন ২০১১
প্রধানমন্ত্রীফ্রঁসোয়া ফিইয়োঁ
পূর্বসূরীজঁ-লুই বর্লো
উত্তরসূরীফ্রঁসোয়া বারোয়াঁ
কৃষি মন্ত্রণালয় (ফ্রান্স)
কাজের মেয়াদ
১৮ মে ২০০৭ – ১৮ জুন ২০০৭
প্রধানমন্ত্রীফ্রঁসোয়া ফিইয়োঁ
পূর্বসূরীদোমিনিক বুসরো
উত্তরসূরীমিশেল বার্নিয়ে
বাণিজ্য মন্ত্রণালয় (ফ্রান্স)
কাজের মেয়াদ
২ জুন ২০০৫ – ১৫ মে ২০০৭
প্রধানমন্ত্রীদোমিনিক দ্য ভিলপ্যাঁ
পূর্বসূরীক্রিস্তিয়ঁ জাকব
উত্তরসূরীপদ বিলুপ্ত
ব্যক্তিগত বিবরণ
জন্মক্রিস্তিন মাদলেন ওদেত লালুয়েত
(1956-01-01) ১ জানুয়ারি ১৯৫৬ (বয়স ৬৮)
প্যারিস, ফ্রান্স
রাজনৈতিক দলইউনিওঁ পুর আঁ মুভমঁ পোপ্যুলের (২০১৫-এর আগে)
লে রেপ্যুবলিকাঁ (২০১৫–বর্তমান)
অন্যান্য
রাজনৈতিক দল
ইউরোপিয়ান পিপলস পার্টি
দাম্পত্য সঙ্গীউইলফ্রেদ লাগার্দe
একরান গিলমোর[১]
ঘরোয়া সঙ্গীজাভিয়ের জোকান্তি
সন্তান
শিক্ষাপারি নঁতের বিশ্ববিদ্যালয়
সিয়ঁস পো এক্স
স্বাক্ষর
*লিপটন সাময়িকভাবে স্থলাভিষিক্ত প্রধান নির্বাহী হিসেবে ২ জুলাই ২০১৯ থেকে ১২ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

ক্রিস্তিন মাদলেন ওদেত লাগার্দ (ফরাসি: Christine Madeleine Odette Lagarde; আ-ধ্ব-ব: [kʁistin madlɛn ɔdɛt laɡaʁd]; জন্ম ১লা জানুয়ারি ১৯৫৬) একজন ফরাসি আইনজীবী। তিনি ২০১১ সাল থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান হিসেবে ও পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক (প্রধান নির্বাহী কর্মকর্তা) হিসেবে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর তিনি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে কাজ শুরু করেন।[২]

এর আগে লাগার্দ ফ্রান্স সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেন। তিনি ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ফ্রান্সের অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রী ছিলেন। এর আগে তিনি কৃষি ও মৎস্য মন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। লাগার্দ প্রথম নারী হিসেবে বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলির (জি৮) একটির অর্থমন্ত্রী হন। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রথম নারী প্রধান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The disarming charm of Christine Lagarde"Daily Telegraph। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. Adeniyi, Olakunle (২০১৯-০৭-১৭)। "IMF's Christine Lagarde resigns as Managing Director"Nigeria news (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৭-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৭