কে.এ. অটি কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কে. এ. অটি কাপ
দেশ
প্রথম টুর্নামেন্ট১৮৪৪
পরবর্তী টুর্নামেন্ট২০১৭
প্রতিযোগিতার ধরন৩টি ৫০-ওভার ম্যাচ
দলের সংখ্যা
বর্তমান ট্রফি ধারকইউ.এস.এ
সর্বাধিক সফল মার্কিন যুক্তরাষ্ট্র (৩৩ টি শিরোপা)

কে. এ. অটি কাপ আমেরিকা ও কানাডার মধ্যে হওয়া একটি বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট।[১] এটি সর্ব প্রথম ও দীর্ঘ লম্বা সময় ধরে চলা ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে সুপরিচিত।[২] টুর্নামেন্টটি বার্ষিক হিসেবে কানাডা ও আমেরিকা দুই দেশেই অনুষ্ঠিত হয়। যদিও আর্থিক সমস্যার কারণে ১৯৯৫ থেকে ২০১১ এই ১৬ বছর বন্ধ ছিলো।

ইতিহাস[সম্পাদনা]

১৮৪৪ সালের ২৫-২৭ সেপ্টেম্বর একটি ২ দিনের ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। ম্যাচটি হয়েছিলো ম্যানহাটন, নিউ ইয়র্ক এর সেন্ট জর্জ ক্রিকেট ক্লাবে। কার্ল আন্দ্রে অটির নামানুসারে এই প্রতিযোগিতার নাম হয় কে. এ. অটি। সর্বশেষ টুর্নামেন্টটি হয় ২০১৭ সালে; যেখানে ৩টি ৫০ ওভারের ম্যাচ হয় ও সেখানে বিজয়ী হয় ইউ.এস.এ.।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://gocricketgocanada.com/news/article/auty-cup-history-did-you-know
  2. Rivera, Raf Noboa y (২৮ মার্চ ২০১৫)। "How Philadelphia became the unlikely epicenter of American cricket" – www.theguardian.com-এর মাধ্যমে।