কালাহাণ্ডি রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কালাহাণ্ডি রাজ্য
করোন্দ রাজ্য
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১০০৫–১৯৪৮

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত কালাহাণ্ডি রাজ্যের মানচিত্র
রাজধানীভবানীপাটনা
আয়তন 
• ১৮৯২
৯,৭০০ বর্গকিলোমিটার (৩,৭০০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৮৯২
২২৪,৫৪৮
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১০০৫
১৯৪৮
উত্তরসূরী
ভারত
বর্তমানে যার অংশওড়িশা, ভারত
ভবানীপাটনায় অবস্থিত কালাহাণ্ডির রাজাদের রাজপ্রাসাদ ও বসতভিটার চিত্র

কালাহাণ্ডি রাজ্য, ছিলো ভারতে ব্রিটিশ শাসন চলাকালীন একটি স্বাধীন দেশীয় রাজ্য৷ এটি করোন্দ রাজ্য নামেও পরিচিত ছিলো৷ [১] ১৮৭৪ খ্রিস্টাব্দে ব্রিটিশদের দ্বারা কালাহাণ্ডি একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায়[২] এবং ভবানীপাটনাতে রাজ্যের রাজধানী স্থাপন করা হয়৷ রাজ্যটির শেষ রাজা ১৯৪৮ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারী তারিখে ভারতে অন্তর্ভুক্তির জন্য সম্মতিপত্রে স্বাক্ষর করেন৷

ইতিহাস[সম্পাদনা]

উড়িষ্যায় অবস্থিত ২৬ টি করদ রাজ্যের মধ্যে সর্ববৃহৎ ছিলো এই কালাহাণ্ডি রাজ্য৷ সাধারণের মুখে প্রচলিত জনশ্রুতি অনুযায়ী ১০০৫ খ্রিস্টাব্দে নাগা রাজবংশজ রাজা রঘুনাথ সাই এই রাজ্যের পত্তন ঘটান ও প্রথম রাজা হিসাবে কার্যনির্বাহ শুরু করেন৷ সম্ভবত এই কারণেই রাজ্যটির কুলচিহ্ন ছিলো দুটি মুখোমুখি অবস্থানরত গোখরা সাপ৷[৩]

১৯৪৭ খ্রিস্টাব্দের আগস্ট মাসে কালাহাণ্ডি পূর্ব রাজ্যসঙ্ঘ-এর সদস্যপদ গ্রহণ করে৷ এটি ছিলো ওড়িশা এবং ছত্তিশগড়ে অবস্থিত অধিকাংশ দেশীয় রাজ্যগুলির একটি সঙ্ঘ, যার সদর ছিলো বর্তমান ছত্তিশগড়ের বলরামপুর জেলার রাজপুরে৷ ভারতে অন্তর্ভুক্তির সাথে সাথে ১৯৪৮ খ্রিস্টাব্দে পূর্ব রাজ্যসঙ্ঘ বিলুপ্ত হয়৷ [৪] পূর্বতন এই দেশীয় রাজ্যটি বর্তমান ওড়িশার কালাহান্ডি জেলার অংশ৷

শাসকবর্গ[সম্পাদনা]

ব্রিটিশদের দ্বারা এই রাজ্যের শাসকবর্গের বংশগত নয়টি সালামী দেওয়ার অধিকার থাকায় এটি নয় বন্দুকসালামী রাজ্যগুলির একটি ছিলো৷ [৫]

রাজা[সম্পাদনা]

  • ১০০৫ - ১০৪০ রঘুনাথ সাই
  • .......... (অন্যান্য ২০ জন রাজা)
  • ১৬৯৩ - ১৭২১ তৃতীয় যুগসাই দেও
  • ১৭২১ - ১৭৪৭ খড়্গরাই দেও
  • ১৭৪৭ - ১৭৭১ তৃতীয় রাইসিংহ দেও
  • ১৭৭১ - ১৭৯৬ পুরুষোত্তম দেও
  • ১৭৯৬ - ১৮৩১ চতুর্থ যুগসাই দেও
  • ১৮৩১ - ১৮৫৩ ফতে নারায়ণ দেও
  • ১৮৫৩ - ৭ এপ্রিল ১৮৮১ উদিতপ্রতাপ দেও
    (জ. ১৮৩৯? - মৃ. ১৮৮১)
  • ৭ এপ্রিল ১৮৮১ – ২০ অক্টোবর ১৮৯৭ রঘুকেশরী দেও
    (জ. ১৮৭১ - মৃ. ১৮৯৭)
  • ২০ অক্টোবর ১৮৯৭ - ১৯২৬ ব্রজমোহন দেও (জ. ১৮৯৬ - মৃ. ১৯৩৯)

মহারাজা[সম্পাদনা]

  • ১৯২৬ - ১৯ সেপ্টেম্বর ১৯৩৯ ব্রজমোহন দেও (উপাধি প্রাপ্তি)
  • ১৯৩৯ - ১৯৪৮ প্রতাপকেশরী দেও
  • ১৯৪৮ - ১৯৭৪ উদিতপ্রতাব দেও
  • ১৯৭৪ - ? অনন্তপ্রতাপ দেও

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Kalahandi"। ব্রিটিশ বিশ্বকোষ15 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 637। 
  2. Indian Princely States
  3. Malleson, G. B. An historical sketch of the native states of India, London 1875, Reprint Delhi 1984
  4. Sadhna Sharma ed. States Politics in India, 1995, p. 273
  5. Princely States of India