কামি-নারি প্যাটারা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাসা ওয়ার্ল্ড উইন্ডে গৃহীত একটি স্ক্রিনশটে কামি-নারি প্যাটারা

কামি-নারি প্যাটারা (ইংরেজি: Kami-Nari Patera) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি প্যাটারা (স্ক্যালোপ-আকৃতির প্রান্তভাগ-যুক্ত এক ধরনের জটিল অভিঘাত গহ্বর)। এটির ব্যাস প্রায় ৫৩ কিলোমিটার এবং স্থানাংক ৮°৪২′ দক্ষিণ ২৩৫°০৫′ পশ্চিম / ৮.৭° দক্ষিণ ২৩৫.০৮° পশ্চিম / -8.7; -235.08 (Kami-Nari Patera)। প্যাটারাটির নামকরণ করা হয়েছে জাপানি ঝঞ্ঝাদেবতা কামি-নারির নামানুসারে। ২০০০ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক নামটি গৃহীত হয়।[১] কামি-নারি প্যাটারার দক্ষিণ দিকে রেইডেন প্যাটারা এবং পূর্ব দিকে আশা প্যাটারা অবস্থিত।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Kami-Nari Patera"Gazetteer of Planetary Nomenclature। International Astronomical Union (IAU) Working Group for Planetary System Nomenclature (WGPSN)। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২১, ২০১৮ 
  2. NASA World Wind 1.4. NASA Ames Research Center, 2007.