ওমর সুলতান ফাউন্ডেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওমর সুলতান ফাউন্ডেশন
প্রতিষ্ঠাতাআলহাজ্ব এম নুরুল আমিন
উদ্দেশ্যমানবিক
সদরদপ্তরঢাকা
উৎপত্তিচট্রগ্রাম
যে অঞ্চলে
বাংলাদেশ

ওমর সুলতান ফাউন্ডেশন[১] একটি বাংলাদেশী দাতব্য সংস্থা যা সারা দেশের সুবিধাবঞ্চিত এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে।[২]

উন্নত ও মানসম্পন্ন শিক্ষার জন্য এই ফাউন্ডেশন শীর্ষস্থানীয় বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলিতে সহায়তা প্রদান এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করে। ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স এ্যান্ড ম্যানেজমেন্ট এই ফাউন্ডেশনের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান।

ইতিহাস[সম্পাদনা]

ফাউন্ডেশনটি এম নুরুল আমিন বাংলাদেশের চন্ডনাইশ থানাায় প্রতিষ্ঠা করেছিলেন। এর লক্ষ্যটি ছিল ডিজিটাল বাংলাদেশ তৈরি করা এবং দক্ষ দেশ ও জাতি হিসাবে নিজেদের প্রচার করা।

ওমর সুলতান ফাউন্ডেশন কম্পিউটার ল্যাব, ব্যবসায়িক শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়[৩] এবং ওমর সুলতান ডেন্টাল ডিপার্টমেন্ট ইউএসটিসি, চট্টগ্রাম[৪] এই ফাউন্ডেশন থেকে পাওয়া অনুদানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।

কার্যক্রম[সম্পাদনা]

  • মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম: গ্রামগুলোর অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সহায়তা করা।
  • স্টুডেন্ট মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম: দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা।
  • যুব উন্নয়ন প্রকল্প: বেকার যুবকদের স্বাধীন হওয়ার ক্ষেত্রে সহায়তা করা।
  • বৃত্তি: যে বুদ্ধিমান শিক্ষার্থীরা অর্থের জন্য পড়াশুনা করতে পারে না তাদের জন্য বৃত্তি প্রদান করা।
  • বৃত্তিমূলক প্রশিক্ষণ: কর্মহীন সম্পূর্ণ বা আধা শিক্ষিত ছোট বাচ্চাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  • চিকিৎসা পরিষেবা: স্বল্প আয়ের লোকদের জন্য স্বাস্থ্য পরিষেবা উপলভ্য করা।[৫]
  • গ্রামীণ মানুষের জন্য আমদানি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠা করা।[৬]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১ 
  2. প্রতিবেদক, নিজস্ব। "দুস্থদের জন্য ওমর সুলতান ফাউন্ডেশনের শীতবস্ত্র"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২০ 
  3. "Department of Business Studies, University of Dhaka"। ১৯ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১ 
  4. "USTC | University of Science and Technology Chittagong"www.ustc.ac.bd 
  5. "Welcome to ECom Health"ecomhealth.com 
  6. "Best procurement & Supply Company"ECOM Group Singapore। ২০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১