এলসি লিঙ্কন বেনেডিক্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এলসি লিঙ্কন (ভ্যান্ডারগ্রিফট) বেনেডিক্ট
জন্ম(১৮৮৫-১১-০২)২ নভেম্বর ১৮৮৫
মৃত্যু৫ ফেব্রুয়ারি ১৯৭০(1970-02-05) (বয়স ৮৪)
সমাধিফরেস্ট লন মেমোরিয়াল পার্ক কবরস্থান (গ্লেনডেল)[১]
পরিচিতির কারণইন্টারন্যাশনাল অপর্চুনিটি লিগ প্রতিষ্ঠা করণ, বেনেডিক্ট স্কুল অফ অপারচুনিটি, ন্যাশনাল আমেরিকান ওমেন সাফ্রেজ অ্যাসোসিয়েশনের সংগঠক
দাম্পত্য সঙ্গীরালফ পেইন বেনেডিক্ট (মৃত্যু ১৯৪১)
সন্তানঅ্যান্টনি ("এলসন") গোরম্যান বেনেডিক্ট (মৃত্যু ১৯৮৭),[১]
পিতা-মাতাউইলিয়াম ভ্যান্ডারগ্রিফট
অ্যাডেলা (অ্যালেন) ভ্যান্ডারগ্রিফট

এলসি লিংকন (ভ্যান্ডারগ্রিফট) বেনেডিক্ট (১৮৮৫-১৯৭০) ১৯২০ এর দশকে, সেরা পরিচিত মহিলা বক্তা হিসাবে পরিচিত হয়েছিলেন[২] তার জীবদ্দশায় ৩ মিলিয়নেরও বেশি লোকের সাথে কথা বলেছেন এবং নেপোলিয়ন হিল এবং ডেল কার্নেগির মত পরবর্তী প্রজন্মের বক্তাদের অগ্রদূত ছিলেন। তিনি ছিলেন একজন আমেরিকান নারী ভোটাধিকার নেত্রী যিনি মহিলাদের ভোটের অধিকারের জন্য কলোরাডো রাজ্যের প্রতিনিধিত্ব করেন এবং পরে ক্যারি চ্যাপম্যান কর্তৃক জাতীয় পর্যায়ে অবদান রাখার জন্য নেওয়ার জন্য দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী নারী ভোটাধিকারী নেতা হিসেবে নিয়োগ পান। তিনি তার বিশ্বব্যাপী বহু বক্তৃতার মাধ্যমে আকর্ষণ তত্ত্বের প্রচার করেছেন। তিনি ব্রেনোলজির প্রতিষ্ঠাতা ছিলেন, যা বৈজ্ঞানিক মন প্রশিক্ষণের একটি বিখ্যাত কোর্স ছিল।[৩]

কাজ[সম্পাদনা]

বেনেডিক্ট নিম্নলিখিত বইগুলো লিখেছেন:

  • প্রাক্টিকাল সাইকোলজি (১৯২০);
  • ফ্যামাস লাভার্স (১৯২৭);
  • দ্য স্পেল অব দ্য সাউথ সিস (১৯৩০);
  • ইন্সপিরেশনাল পোয়েমস (১৯৩১);
  • স্টিমুলেটিং স্টোরিজ (১৯৩১);
  • বেনেডিক্টাইন্স (১৯৩১);
  • সো দিস ইস অস্ট্রেলিয়া (১৯৩২);
  • স্পেন বিফোর ইট হ্যাপেন্ড (১৯৩৭);

র‍্যালফ বেনেডিক্টের সাথে[সম্পাদনা]

  • হাউ টু এনালাইজ পিপল অন সাইট – দ্য ফাইভ হিউম্যান টাইপস (১৯২১);
  • দ্য ডেভেলপমেন্ট অব পারসোনালিটি (১৯২২);
  • আনলকিং দ্য সাবকনশিয়াস (১৯২২);
  • হাউ টু গেট অ্যানিথিং ইউ ওয়ান্ট (১৯২৩);
  • সাইন্টিফিক মাইন্ড ট্রেনিং (১৯২৫);
  • হাউ টু মেক মোর মানি (১৯২৫);
  • চাইল্ড ট্রেনিং (১৯২৬);
  • আওয়ার ট্রিপ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড (১৯২৬);
  • পাবলিক স্পিকিং (১৯২৭);
  • ব্রেইনোলজি: আন্ডারস্ট্যান্ডিং, ডেভেলপিং অ্যান্ড ট্রেনিং ইওর ব্রেইন (১৯২৮)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Anthony G. Benedict (1920-1987) - Find a Grave"Find a Grave 
  2. "Archived copy"। ২০২০-০৫-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২০ 
  3. Catalog of Copyright Entries. New Series: 1925 (ইংরেজি ভাষায়)। Copyright Office, Library of Congress। ১৯২৬। পৃষ্ঠা 1482। 

বহিঃসংযোগ[সম্পাদনা]