এয়ার ওড়িশা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এয়ার ওড়িশা
আইএটিএ আইসিএও কলসাইন
6X [১] - -
কার্যক্রম শুরু২ নভেম্বর ২০১২
হাবসর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর (আহমেদাবাদ )
বিমানবহরের আকার
প্রধান কোম্পানিএয়ার ওড়িশা এভিয়েশন প্রাইভেট লিমিটেড (এওএপিএল)
প্রধান কার্যালয়ভুবনেশ্বর, ওড়িশা, ভারত
গুরুত্বপূর্ণ ব্যক্তিরাধাকান্ত পানী
(চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক)
ওয়েবসাইটhttp://www.airodisha.com

এয়ার ওড়িশা ভুবনেশ্বর শহরকে ভিত্তি[২] করে ভারতীয় বিমান সংস্থা হিসাবে বিমান পরিচালনা শুরু করে, বিমান সংস্থা ১৩ ফেব্রুয়ারি ২০১২ সালে নির্ধারিত পরিসেবা চালাতে লাইসেন্স পায়।[৩] ভুবনেশ্বরের বিজু পাটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান সংস্থাটির সদর দপ্তর রয়েছে। মার্চ ২০১৭ সালে নির্ধারিত বিমান পরিচালানোর অনুমতি পেয়েছে এবং এইভাবে এটি একটি আঞ্চলিক বিমান সংস্থা হয়ে উঠেছে।

ইতিহাস[সম্পাদনা]

এয়ার ওড়িশা এভিয়েশন প্রাইভেট লিমিটেড (এওএপিএল) বিমানের চার্টার সার্ভিস প্রদানের জন্য উড়িষ্যার সরকারের কোম্পানি আইনের অধীনে গঠিত হয়।[৪] এয়ার ওড়িশা হল ওড়িশার একমাত্র চার্টার্ড এয়ারলাইন এবং ভারতের অ নির্ধারিত বিমান সংস্থা।

ফেব্রুয়ারি ২০১৮ সালের মধ্যে ৬০% শেয়ার জিএসইসি সম্রাট এভিয়েশনকে বিক্রি করা হয়েছে।[৫]

বিমান বহর[সম্পাদনা]

সেপ্টেম্বর ২০১৭ সালের হিসাবে, এয়ার ওড়িশার বিমান বহরে নিম্নোক্ত উড়োজাহাজগুলির রয়েছে:[৬]

এয়ার ওড়িশার
উড়োজাহাজ সেবায় নিয়োজিত অর্ডার যাত্রী
নোট
বিচক্র্যাফট ১৯৯০ডি ১৯
সেসনা ২০৮ ক্যারাভান
মোট

গন্তব্যসমূহ[সম্পাদনা]

বিমান পরিচালনার জন্য নির্ধারিত গন্তব্যগুলির নিম্নরূপ হয়:

দেশ
রাজ্য
শহর
বিমানবন্দর
নোট
ভারত
গুজরাত
আহমেদাবাদ সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর হাব

ভারত
গুজরাত দিউ দিউ বিমানবন্দর
[৩]
ভারত গুজরাত জামনগর জামনগর বিমানবন্দর
ভারত গুজরাত মুন্দ্রা
মুন্দ্রা বিমানবন্দর

পরিষেবাগুলি[সম্পাদনা]

  • ভিআইপি চার্টার
  • নির্বাহী ও কর্পোরেট চার্টারএয়ার অ্যাম্বুলেন্স
  • এরিয়াল জয়রায়েড চার্টারচলচ্চিত্র ও শিল্পে
  • নির্বাচনী প্রচারণা
  • ফ্লাওয়ার ড্রপিং
  • এভিয়েশন কনসালটেন্সি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এয়ার ওড়িশা"www.airodisha.com। ১৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯ 
  2. "Air Odisha on ch-aviation"ch-aviation 
  3. "Air Odisha gets flying permit,to begin ops on Feb 17 from Gujarat"। ১৩ ফেব্রুয়ারি ২০১৮ – The Economic Times-এর মাধ্যমে। 
  4. "Overview"। Air Odisha। ২০১৪-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১০-০৪ 
  5. https://m.economictimes.com/industry/transportation/airlines-/-aviation/adani-kin-buys-out-air-deccan-picks-up-60-in-air-odisha/amp_articleshow/62951219.cms
  6. "Global Airline Guide 2017 (Part One)"। Airliner World (October 2017): 16। 

বহিঃসংযোগ[সম্পাদনা]