এমএস রিভার আনুকেত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এমএস রিভার আনুকেত, মার্চ ২০১৮
ইতিহাস
নাম: রিভার আনুকেত (বা অসরা)
নামকরণ: আনুকেত
স্বত্তাধিকারী: হল্যান্ড আমেরিকা লাইন
নিবন্ধনকৃত বন্দর:
অবস্থা: কার্যকর
সাধারণ বৈশিষ্ট্য
প্রকার: ভ্রমণতরী

এমএস রিভার আনুকেত (অসরা নামেও পরিচিত)[১] হলো রিভার আনুকেত শ্রেণির ভ্রমণতরীহল্যান্ড আমেরিকা লাইন এই জাহাজের মালিক ও পরিচালক প্রতিষ্ঠান।

২০২০ সালের ৬ মার্চ ভ্রমণতরীতে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীকালে মিশরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই জাহাজের ১২ জন যাত্রীর সার্স-কোভি-২-এ আক্রান্তের বিষয়ে নিশ্চিত করে।[২] আক্রান্তদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন মিশরীয় কর্মকর্তা, যারা আসওয়ান থেকে লাক্সর যাচ্ছিলেন।[৩] সার্স-কোভি-২ পরীক্ষায় শনাক্ত হওয়া রোগীদের কারওই আক্রান্তের লক্ষণ ছিল না। পরীক্ষা অনুযায়ী জাহাজের একজন নারী তাইওয়ানীয়-মার্কিন পর্যটকের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ে।[৪]

৭ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় জাহাজের ৪৫ জন যাত্রীর কোভিড শনাক্ত হয়েছে এবং জাহাজটিকে লাক্সরের একটি ডকে কোয়ারেন্টাইন অবস্থায় রাখা হয়েছে।[৩] ৯ মার্চ জাহাজের এক মার্কিন যাত্রীর বাড়ি ফেরার পর তার কোভিড শনাক্ত হয় এবং জাহাজের মাধ্যমে প্রথম আন্তর্জাতিকভাবে ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রাঘবন, সুদর্শন; কর্নফিল্ড, মেরিল (৭ মার্চ ২০২০)। "On the Nile, American tourists are among those quarantined on ship hit by coronavirus"ওয়াশিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। 
  2. "Twelve asymptomatic coronavirus cases registered on Nile cruise ship"রয়টার্স (ইংরেজি ভাষায়)। ৬ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০ 
  3. মাইকেল, ম্যাগি; ম্যাগডি, স্যামি (৭ মার্চ ২০২০)। "Egypt says cruise ship quarantined over new virus cluster"ওয়াশিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। এপি। ৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. ওয়ালশ, ডেকলান; রাশওয়ান, নাদা (৭ মার্চ ২০২০)। "On Nile Cruiser, 12 Crew Test Positive for Virus, and Egypt Fears Broader Outbreak"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০ 
  5. "The tale of a Nile cruise that spawned an international coronavirus outbreak"ওয়াশিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। ১৩ মার্চ ২০২০।