উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ এ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ এ-এর সকল ম্যাচ ২০২৪ সালের ১৪ হতে ২৩শে জুন তারিখ পর্যন্ত মিউনিখের আলিয়ানৎস আরেনা, কোলনের কোলন স্টেডিয়াম, স্টুটগার্টের স্টুটগার্ট এরিনা এবং ফ্রাঙ্কফুর্টের ফ্রাঙ্কফুর্ট এরিনায় অনুষ্ঠিত হবে।[১] এই গ্রুপে এই আসরের আয়োজক জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি এবং সুইজারল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৬ দলের পর্বে উত্তীর্ণ হবে।[২]

দল[সম্পাদনা]

অব দল পাত্র পদ্ধতি তারিখ অংশগ্রহণ সর্বশেষ সেরা সাফল্য[ক] অবস্থান
বাছাইপর্ব[খ] ফিফা র‍্যাঙ্কিং[গ]
এ১  জার্মানি আয়োজক ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৪তম ২০২০ বিজয়ী (১৯৭২, ১৯৮০, ১৯৯৬)
এ২  স্কটল্যান্ড গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারী ১৫ অক্টোবর ২০২৩ ৪র্থ ২০২০ গ্রুপ পর্ব (১৯৯২, ১৯৯৬, ২০২০) ১৩
এ৩  হাঙ্গেরি গ্রুপ জি-এ প্রথম স্থান অধিকারী ১৬ নভেম্বর ২০২৩ ৫ম ২০২০ তৃতীয় স্থান (১৯৬৪)
এ৪   সুইজারল্যান্ড গ্রুপ আই-এ দ্বিতীয় স্থান অধিকারী ১৮ নভেম্বর ২০২৩ ৬ষ্ঠ ২০২০ কোয়ার্টার-ফাইনাল (২০২০) ২০

টীকা

  1. গাঢ় দ্বারা উক্ত বছরের জন্য চ্যাম্পিয়নকে নির্দেশ এবং বাঁকা দ্বারা উক্ত বছরের আয়োজককে নির্দেশ করা হয়েছে।
  2. ২০২৩ সালের নভেম্বর থেকে উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের সামগ্রিক অবস্থান চূড়ান্ত ড্রয়ের জন্য পাত্র নির্ধারণের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে।
  3. এই অবস্থানগুলো ২০২৪ সালের জুন মাস অনুযায়ী, কেননা এই র‍্যাঙ্কিং জুন মাসে এই আসরের চূড়ান্ত পর্বের খেলা শুরুর পূর্বে সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিং।

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 জার্মানি (H) নকআউট পর্বে উত্তীর্ণ
 স্কটল্যান্ড
  সুইজারল্যান্ড নকআউট পর্বে সম্ভাব্য উত্তীর্ণ
 হাঙ্গেরি
প্রথম খেলা ১৪ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার
(H) স্বাগতিক।

১৬ দলের পর্বে,[২]

  • গ্রুপ এ-এর প্রথম স্থান অধিকারী দল গ্রুপ সি-এর দ্বিতীয় স্থান অধিকারী দলের মুখোমুখি হবে।
  • গ্রুপ এ-এর দ্বিতীয় স্থান অধিকারী দল গ্রুপ বি-এর দ্বিতীয় স্থান অধিকারী দলের মুখোমুখি হবে।
  • গ্রুপ এ-এর তৃতীয় স্থান অধিকারী দল গ্রুপ বি, গ্রুপ ই অথবা গ্রুপ এফ-এর প্রথম স্থান অধিকারী দলের মুখোমুখি হতে পারে।

ম্যাচ[সম্পাদনা]

জার্মানি বনাম স্কটল্যান্ড[সম্পাদনা]

হাঙ্গেরি বনাম সুইজারল্যান্ড[সম্পাদনা]

জার্মানি বনাম হাঙ্গেরি[সম্পাদনা]

স্কটল্যান্ড বনাম সুইজারল্যান্ড[সম্পাদনা]

সুইজারল্যান্ড বনাম জার্মানি[সম্পাদনা]

স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি[সম্পাদনা]

শাস্তিমূলক পয়েন্ট[সম্পাদনা]

গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষে যদি সামগ্রিক তথ্য ও হেড-টু-হেড ম্যাচের তথ্যের নিয়ম ব্যবহার করার পরও যদি একাধিক দল একই সমতায় থাকে (এবং যদি পেনাল্টি শুট-আউট টাইব্রেকার হিসেবে প্রযোজ্য না হয়), তবে সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারণ করা হবে। গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ণয় করা হবে, যা নিম্নে উল্লেখ করা হয়েছে:[২]

  • হলুদ কার্ড = −১ পয়েন্ট
  • দুইটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড = −৩ পয়েন্ট
  • সরাসরি লাল কার্ড = −৪ পয়েন্ট
  • একটি হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = −৫ পয়েন্ট

উপর্যুক্ত নিয়মের মধ্যে এক ম্যাচে কেবল একজন খেলোয়াড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।

দল ১ম ম্যাচ ২য় ম্যাচ ৩য় ম্যাচ পয়েন্ট
হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড
 জার্মানি
 স্কটল্যান্ড
 হাঙ্গেরি
  সুইজারল্যান্ড

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "UEFA Euro 2024 match schedule" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ২ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৩ 
  2. "Regulations of the UEFA European Football Championship, 2022–24" (পিডিএফ)। Union of European Football Associations। ১০ মে ২০২২। ১৬ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]